.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

পানজেরী পরিচিতি

সুরের দেশ বাংলাদেশ। নদী, সাগর, পাহাড় আর আদিগন্ত সবুজ বিস্তৃত জনপদের পরতে পরতে সুরের সমারোহ। এখানে ধানের শীষ বাতাসের সঙ্গমে সুর তোলে, নৌকার পাল পাগলা হাওয়া কেটে সুর তোলে, বিনা কারণে দোয়েলের ঠোঁট শীর্ষ দিয়ে তোলে সুর। এখানে শিক্ষালয়ে সুরে সুরে পড়ানো হয়, মাঝি সুরে সুরে বেয়ে যান দাঁড় । আল্লাহ্র প্রশংসা, মুহাম্মদ (সাঃ) এর প্রেম আর আবহমান বাঙলার কিছুটা সরল কিছুটা স্রোতস্বিনী যাপনকে পুঁজি করে পানজেরী শিল্পীগোষ্ঠী ১৯৭৮ সনে বাংলাদেশের সংগীতাঙ্গনে এক স্বতন্ত্র দ্যোতনা নিয়ে পদার্পন করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই নিজস্ব সুরস্বাতন্ত্র্যে শতাধিক গান দিয়ে বাঙালী মনকে বিশেষভাবে আন্দোলিত করছে পানজেরী।

পানজেরী বিষয়ক

  • পানজেরী শিল্পীগোষ্ঠী ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। পানজেরী কার্যালয়: ১৯/এ, জামালখান সড়ক, চট্টগ্রাম।
  • পানজেরী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ স ম রফিক।
  • পানজেরী শিল্পীগোষ্ঠীর বিভাগ ৮টি; সংগীত, অভিনয়, মুকাভিনয়, আবৃত্তি, তিলাওয়াত, রঙতুলি, সাহিত্য, শিশু-কিশোর।
  • পানজেরী শিল্পীগোষ্ঠীর গানের অ্যালবাম: বন্ধন, দৃষ্টি তোমার খুলে রাখো সোনালী ভোরের গান, আগামীর অভিষেক, ইসলামী সংগীত-৬, ইসলামী সংগীত-৮. উত্তর পৃথিবীর গান, নিবিড় করে ভাবো, হাত ধরে যাই, মুখে তোমারই নাম। সংগৃহিত ও সংকলিত আঞ্চলিক গানের অ্যালবাম: ঠেগাত ফরি, একদিন বুঝিবা ।
  • পানজেরী শিল্পীগোষ্ঠীর কিছু বিখ্যাত মঞ্চনাটক; প্রত্যাবর্তন, উপদ্রুত স্বপ্নেরা, তাহের আলী, খোঁড়া হাতেমের জুতা (টিভি নাটক হিসেবেও চিত্রায়িত), রাত্রি ভোরের ট্রেন, মহাকালের ঘড়ি, বাঁধ (রাঙা), পঞ্চাশ বছর পর, প্রশ্ন (?), চাবি। পানজেরীর কাব্য নাটক; আলোর মিছিল। ওয়ার্ল্ড অ্যাসেম্বলী অব মুসলিম য়ুথ (ওয়ামি) আয়োজিত কেন্দ্রিয় মঞ্চনাটক উৎসবে পানজেরীর নাটক প্রত্যাবর্তন ১ম স্থান অর্জন করে।
  • পান্জেরী শিল্পীগোষ্ঠীর বিখ্যাত আবৃত্তি (বৃন্দ) প্রযোজনা; দাঁড়াও নিজেকে প্রশ্ন করো, স্বাধীনতা, মুখোমুখি দাঁড়াবার এইতো সময়, পেছনে ফিরো না, পেছনে ফেরার নাম পরাজয়, কসম, নূরের দরিয়ায় সিনান করিয়া।
  • পানজেরি শিল্পীগোষ্ঠীর নিয়মিত আয়োজন; ভাষা দিবসের অনুষ্ঠান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, নববর্ষের অনুষ্ঠান, বিজয় দিবসের অনুষ্ঠান, নাতে রাসুল (সাঃ) সন্ধ্যা, দিবস ভিত্তিক কবিতায়োজন এবং প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব।
  • পানজেরী শিল্পীগোষ্ঠীর বর্ণাঢ্য শিশু-কিশোর উৎসব ২০০৯ সালের ১৩ই মার্চ অনুষ্ঠিত হয়।
  • পানজেরী শিল্পীগোষ্ঠীর প্রকাশনা; পানজেরী (পান্জেরীর ইতিহাস), প্রতিষ্ঠা বার্ষিকী স্মারক (২০০৭), প্রতিষ্ঠা বার্ষিকী ব্রোশিয়ার (২০১৬). পানজেরী (গান সংকলন), বিভিন্ন দিবসভিত্তিক কবিতাপত্র, সামাজিক সচেতনতামূলক পোস্টার, দেয়ালিকা এবং স্টিকার।