উদ্দাম মোরা দুর্বার
যাব বন্যার মত মাড়িয়ে
উত্তাল হোক ঊর্মি
যৌবন যাবে পেরিয়ে
এসো তবে রাখো না হাতে ও হাত
হাসবেই সূর্য ঘুচলে প্রলয়েরই রাত ॥
শাশ্বত শপথে হবো যে বলীয়ান
আহুত স্বপনে জ্বালো অনির্বাণ
মুক্তি পাগল ওই নিপীড়িত জনতা
আনবেই আনবে সূর্য বিজয় ৷।
কাটাবো কত আর বসে বসে কাল
বঞ্চনার এ রাত হবে যে সকাল
মিথ্যার প্রাসাদ ওই ভাঙবোই ভাঙবো
সত্যের তোল আজ বজ্ৰ নিনাদ ॥