আল্লাহ আমার প্রভু আমার
এই পাপীরে ক্ষমা করো গো দয়াময়
তুমি প্রভু দয়ার আঁধার তুমি প্ৰেমময় ৷।
সুখের দিনে ভুলে থাকি
দুঃখের দিনে তোমায় ডাকি
তোমার কাছে চাইতে আমার
নাই কোন সংশয় ॥
কেন প্রভু দিয়েছিলে
রাশেদার ঐ শাসন
কেন তবে দিলে আবার
বঞ্চনা আর শোষণ ৷।
সারা জাহান জুড়ে যদি
আন্দোলনে নিরবধি
প্রয়াস করি দিয়ো গো প্ৰভু
দিয়ো গো সুসময় ৷