আমাদের রুখতে যাবে
ঝঞ্চা বাঁধার পাহাড় এসে
বাঁধার ঐ পাহাড় দলে
চলতে হবে দুঃসাহসে
জীবনের স্বপ্নগুলো ধীরে ধীরে
সাজাতে হবে হোক না বন্ধুর পথ
তবুও তো চলতে হবে।।
আমাদের গতি পথে আসবে নিরব স্রোতের ধারা
মাড়িয়ে সেই যে স্রোত জাগাতে হবে ঘুমের পাড়া
তবে তো আসবে প্রভাত কুয়াশারই আঁচল ছিঁড়ে।।
জিহাদের শপথ গড়ে দ্বীনের পথে লড়তে হবে
তাগুতি প্রাসাদ ভেঙে খোদারই রাজ গড়তে হবে
সুখেরই গড়বো সমাজ মানবতার মুক্তি তরে