ঐ পাহাড় আর গাছ গাছালি
নীল ঝর্ণার গান
জানি গো প্রভু জানি যে শুধু
সকলই তোমার দান ৷৷
ঐ আকাশ এই যে বাতাস
তোমার নামে তাসবীহ্ আঁকে
ও নদী ঐ যে সাগর
কলতানে তোমায় ডাকে
প্রকৃতির সুরে সুরে
তোমারই নাম তোমারই গান ॥
আকাশের মিষ্টি গানে
বৃষ্টি নামে তোমার দানে
ধরণী ফলে ফুলে
সুশোভিত তোমার দানে
সুরুজ আর চন্দ্র তারা
নিত্য ছড়ায় আলোরই বান ॥