.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

ঘড়িহীন কৈশোরে
গীতিকারঃ সৈয়দ আহমদ শামীম
সুরকারঃ মিজানুর রহমান রায়হান

ঘড়িহীন কৈশোরে
বিপুল আকাশ পটে
হারাতাম অদৃশ্য পাখা ছড়িয়ে৷

কখন যে ঘুরে গেলো সময়ের কাঁটা
ফুরালো যে অহেতুক পথে পথে হাঁটা
কিশোর বেলার দিন গেছে হারিয়ে
নাগাল পাই না আর হাত বাড়িয়ে ॥

এখন জীবন ভাসে জীবিকার জলে
স্বপ্নেরা মরে যায় সময়ের তলে
জটিল জলের স্রোতে আছি দাঁড়িয়ে
হায়রে কিশোর বেলা তোকে হারিয়ে৷