.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

এই গান সেই গান
গীতিকারঃ চৌধুরী গোলাম মাওলা
সুরকারঃ চৌধুরী গোলাম মাওলা

এই গান সেই গান কত গান গাই
শান্তি না পাই
তোমার নামের গান ধরি যখন
এই মনে নুপুরের ধ্বনি গুঞ্জন
ভুলে যাই সব ব্যথা সব বেদন
ওগো রহমান ॥

চলতে চলতে এই চেনা সীমানায়
পরাণ পাখিটি কেঁদে ফেরে হতাশায়
তোমার নামের শিখা মনের কোণে
অমনি যায় ঘুচে ছন্দ পতন ৷

এ জীবন সে তো এক বহতা নদী
উজান ভাটায় তার বিবিধ গতি
চলার দু’ধারে কত অজানা ক্ষতি
আমাকে ভুলাতে চায় নিরবধি ॥

তোমার নামের মধু সুর সুষমায়
মনের কালিমা যত নিমিষে ঘুচায়
এই সুর সেই সুর মিলাক সুদূর
তোমার নামের সুরে থাকি মগন ॥