প্রশস্তি স্তবগান
প্রশংসা গুণগান
সবই তো তোমারই
প্রভু তুমি পালনকারী
সারা বিশ্ব জাহানের
দয়ালু পরম অশেষ দাতা
মালিক তুমি বিচার দিনের ॥
করি গোলামী শুধুই তোমার
সাহায্য চাই কেবলই তোমার
যাদের তুমি করুণা ভরে
দিয়েছো দিশা সরল পথের
চালাও সে পথে আল্লাহ মহান
সারাটি জীবন আমাদের ॥
তাদের পথে নয় গো মালিক
দিয়েছো যাদের অভিশাপ
তাদের পথেও নয় গো যারা
ভ্রষ্ট ভ্রান্ত কুপথের ৷