.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

জাগাও তোমার ঈমান
গীতিকারঃ মিজানুর রহমান রায়হান
সুরকারঃ মিজানুর রহমান রায়হান

জাগাও তোমার ঈমান
নাও হাতে তুলে কোরআন
বুকে বাঁধো হিম্মত
ও নবীর উম্মত
ধরো সময়ের গান ৷

দিকে দিকে কাঁদে ঐ মজলুম জনতা
জেগে ওঠো ঘুমাইয়ো না আর
হায়দরি হাঁক ছাড়ো
খালিদের পথ ধরো
(ওহো) সৈনিক মোরা আল্লাহর ॥

দারা পরিবার যারা আল্লাহতে সঁপে ওগো
সংগ্রামে ছিল নির্ভীক
আজ তারা কেন লাঞ্চিত
কেন যে অবাঞ্চিত
ধুঁকে ধুঁকে মরে সব দিক ৷

হেরার রশ্মি জ্বেলে দূর কর অমানিশা
জ্বালো আলো আল কোরআনের
চলো শমশির তুলে কপটি কপাট খুলে
সুখ আনো দুঃখি পরানে