রাতের পৃথিবী এসো হাত ধরে যাই
ওই দূর ভোর সীমানায়
কষ্ট আঁধার পেরিয়ে আসবে
শত সূর্য এই আঙ্গিনায়৷৷
নিবিড় আঁধার নামে আসমান ভরে
জোনাকিরা কাঁদে হায় দুঃখ সাগরে
তবু এই রাতে আশা আছে
তবু এই রাতে ভাষা আছে
আলোকিত পথ আছে চাঁদ জোছনায়৷
ঝড়ে পরাজিত সবুজ সুন্দর
মেঘে ভরা পৃথিবী আঁকে দিনভর
তবু এই দিনে আলো আছে
তবু এই দিনে ভালো আছে
আশ্বাস আছে কত বর্ণালী সন্ধ্যার৷