.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

প্রাণের কোলাহল
গীতিকারঃ আবদুস সামাদ রাজু
সুরকারঃ পানজেরি শিল্পীগোষ্ঠীর দলীয় প্রয়াস

ইট পাথরের দেয়াল ফুঁড়ে
উড়াল দেবো চল্
কান পেতে শোন ডাকছে হাওয়া
প্রাণের কোলাহল ৷।

যাচ্ছে শেকড় বনের ভেতর
ডাকছে কুরঙ্গম
শুঁড় তুলে ঐ দিচ্ছে সালাম
মাতঙ্গ জঙ্গম ৷৷

আয় ইশারায় ডাকছে সাগর
টানছে নীলাচল
কান পেতে শোন ডাকছে হাওয়া
প্রাণের কোলাহল।।

আকাশজুড়ে সফেদ মেঘের
শুভ্র আহ্বান
মুক্ত হাওয়ায় গাইছে পাখি
নতুন ভোরের গান ৷৷

আলোর দেশে প্রাণের জোয়ার
বইছে টলমল
কান পেতে শোন ডাকছে হাওয়া
প্রাণের কোলাহল ॥