উচ্ছল এ আনন্দ
গীতিময় প্রীতি-ছন্দ
সমাবেশ প্রাণবন্ত
সব তোমাদেরই জন্য
তোমাদের এ রঙিন শুভাগমন
আমাদের করেছে ধন্য
সব তোমাদেরই জন্য ৷।
নয়নাভিরাম এই আঙিনা, ডাকছে তোমায় জ্ঞানের চূড়ায়
হেঁটেছে যারা পৌছে গেছে শুদ্ধ মনন জীবন ধারায়
এসো বন্ধু সত্য ব্রতে হই মহীয়ান
হই আলোয় আলোয় অনন্য
সব তোমাদেরই জন্য ৷৷
অজ্ঞানতার কালো মুখোশ, ভদ্র বেশে নামে জীবন জুড়ে
নির্মমতায় হানে আঘাত নিঃস্বহায়ের হৃদয় খুঁড়ে
এসো বন্ধু জ্ঞানের আলোয় আঁধার তাড়াই এসো দূর করি পশুদের, বন্য
সব তোমাদেরই জন্য।।