.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

মুখে তোমারি নাম
গীতিকারঃ চৌধুরী গোলাম মাওলা
সুরকারঃ চৌধুরী গোলাম মাওলা

মুখে তোমারি নাম হৃদয়ে তোমারি আগুন
যেখানে মোহাম্মদের নাম
সেখানে ফোটে যে ফাগুন।।

যেখানে ন্যায়ের সনে, মিশেছে অনিন্দ্য সুন্দর
যেখানে সতত স্বাধীন, যেখানে সততা নির্ঝর
সেখানে ভরে নাতো মন ॥

সত্য সমাগত তাই মিথ্যা অপশ্রিয় মান
যেখানে মদিনার বাণী ওড়ায়গো বিজয়ও নিশান
সেখানে প্রশান্তি দেয় চুম ॥

যেখানে কেবলই নির্ভয়, ভ্রাত্রি বন্ধন অক্ষয়
যেখানে নিয়ত কল্যাণ, যেখানে মানবতার জয়
সেখানে আনন্দেরই ধুম ৷

যেখানে স্রষ্টারও প্রেমে, সকলে লুটাই গো সিজদায়
যেখানে স্বাপদ বিষংকুল, সকলি আঁধারে বিলায়
সেখানে স্বস্তি অনুপম
যেখানে কোরানের আলো, গড়েগো শ্বাশত শাসন
রাসুলের মানবিক মনন, ভেঙ্গে দেয় লোভির প্রশাসন
সেখানে খোদায়ী হুকুম ৷৷