.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

অন্তরে মোর
গীতিকারঃ মিজানুর রহমান রায়হান
সুরকারঃ মিজানুর রহমান রায়হান

অন্তরে মোর দাও সে নূরের আলো
যে আলোতে পাবো তোমায়
ঘুচবে মনের কালো।।

যে আলোতে হয়ে সহায়
জ্বালে আলো হেরার গুহায়
যে আলোতে মে’রাজেতে
প্রেম সুধা ঢালো ॥

ইব্রাহিমের হৃদয় জুড়ে
পূণ্য ছিল তোমার নূরে
যে নূরে তার অনলকুণ্ড
স্বর্গ সম হলো।।

মুসা নবী পাহাড় তূ’রে
তোমায় দেখার নেশা ঘোরে
পাহাড় জ্বলে আঁখি কাজলে
নয়ন সুরমা হলো ॥

মে’রাজেতে বোরাক চড়ে
গেলেন নবী খোদার তরে
নূরের জিবরিল নূর হয়েও
সেথায় থমকে গেলো।।