মাগো তুমি ভোর হয়ে যাও ভোর হয়ে যাও ভোর
মাগো তুমি দোর হয়ে যাও আমার চোখের দোর
একটু তুমি রোদ হয়ে যাও
একটু আলোর খেলা
আলোর বানে ভাসাও তুমি
আমার সারাবেলা
একটু হও না শুভ্র স্বপন রাত হলে মা ঘোর৷৷
একটু তুমি চাঁদ হয়ে যাও
একটু হিমেল হাওয়া
নিত্য মাগো আমার মনে
করো আসা যাওয়া
কিন্তু মাগো নাই হোয়ো না এই অনুরোধ জোর।।
একটু মাগো মেঘ হয়ে যাও
একটু তারার মেলা
একটু তুমি দাও না আদর
একটু অবহেলা
কিন্তু মাগো নাই হোয়ো না এই অনুরোধ জোর।।