.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

গভীর রাতে ঘুম ভেঙে যায়
গীতিকারঃ খালেদ মাহমুদ নাসিফ
সুরকারঃ খালেদ মাহমুদ নাসিফ

গভীর রাতে ঘুম ভেঙে যায় প্রশ্ন জাগে মনে
আর কত কাল কাটবে এমন সময় ঘরের কোণে ।।

আর কতদূর হেরার সমাজ আল কোরআনের রাজ
আর কত ত্যাগ এখনো বাকি আর কতটুক কাজ।।

প্রশ্ন জাগে মনে
খুন রাঙা পথ রাঙলো কেন
মালেক ভাইয়ের খুনে
প্রশ্ন জাগে মনে
খুন রাঙা পথ রাঙলো কেন
মুজাহিদের খুনে ৷৷

আর কত পথ হাঁটলে পরে আসবে নতুন ভোর
প্রশ্ন বাণে জর্জরিত পাই নাকো উত্তর
কান্না চোখের কোণে স্বপ্ন বাসা বোনে
মজলুমানের কান্না কবুল করেন রহমানে ৷।