এ আমার হৃদয় ভরা আকুল করা জন্মভূমি
এ আমার স্বপ্ন সুনীল ভালোবাসার পূণ্যভূমি ৷
এখানে সাঁঝ সকালে কোকিল ডাকে
শালিক আর পায়রাগুলো যায় উড়ে
যায় অনেক দূরে লাঙ্গল কাঁধে ছুটে চাষী
তুলে সুর মনমাঝি দাঁড় টেনে যায় আপন মনে ৷
বিকেলে মিষ্টি রোদে খেলার মাঠে কানামাছি
দাঁড়িয়াবান্ধা লুকোচুরি ওঠে মেতে সূর্য পাটে গেলে
মিনারে আজান হলে যায় ফিরে সব আপন ঘরে ৷৷