.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

একদিন জনতা নামবেই
গীতিকারঃ চৌধুরী গোলাম মাওলা
সুরকারঃ চৌধুরী গোলাম মাওলা

একদিন জনতা নামবেই
রাজপথে মিছিলে
শাশ্বত দাবীতে
অলিতে গলিতে
প্রাণের এই দাবীতে৷৷

শোষকের ঘরে জ্বেলে দিতে যে আগুন
হতাশার জীবনে আনতে ফাগুন
লক্ষ মজলুম পথে নামবেই
পথে নামবেই পথে নামবেই ৷

মোহাম্মদ প্রিয়জন তাঁর কথা দিকে দিকে শুনি
তারই বারতা আসবে আবার
এই বিশ্বে খোলাফায়ে রাশেদার সজীবতা !!

মিথ্যার করে যারা আজও বেসাতী
ধ্বংসের পদধ্বনি নিকটে অতি উচ্ছেদ করে
ওরা সুখ আনবেই
সুখ আনবেই সুখ আনবেই