হৃদয় ভরে গা আল্লাহরই গান
দরবারে তাঁর বেড়ে যাবে
দেখবি তোর মান৷
আমাদের স্রষ্টা যিনি এ জীবন দিলেন তিনি
জীবনের পদে পদে তারই গান জয়ধ্বনি
তবে কেন রইলি ভুলে দেখ না নয়ন মেলে
বিশ্ব জুড়ে তার দয়া অফুরান ॥
দুনিয়ার লালসা ছেড়ে আয়রে খোদার পথে
নইলে পরপারে ঠেকবি পুলসিরাতে
এ সময় নাওরে করে সম্বল নিজের তরে
তবে তো পাবে নাজাত পাবে এহসান