.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

এসো দেয়ালে দেয়ালে
গীতিকারঃ চৌধুরী আবদুল হালিম
সুরকারঃ চৌধুরী আবদুল হালিম

এসো দেয়ালে দেয়ালে
এসো পাতায় পাতায়
লিখে যাই লিখে যাই সবখানে
এই কাফেলা চিরদিন রবে ॥

আমরা কভূ হবো না নিথর
হবো না পিছু নেই কোন ডর
যতদিন না দেখব মোরা
কোরআনের বাণী সবখানে ॥

জীবন মোদের সঁপেছি খোদায়
বিপদ বাধা পায়ে দলি তাই
রক্ত যতই ঝরে ঝরুক
আল্লাহরই রাজ যাবো গড়ে ৷