মা গো তুমি আর কিছুদিন দুঃখ সয়ে থাকো
তোমার ছেলের নাম ধরে মা
লক্ষ ছেলেরে ডাকো ৷৷
এক ছেলেকে বিদায় দিয়ে অনেক মানিক জুটলো যার
জীবন জুড়ে বলো মা গো আর কি থাকে দুঃখ তার
মনে রেখে এই কথাটি অশ্রু ফেলো নাকো ৷৷
বুক ভরা যে গর্ব তোমার তুমি শহীদ ছেলের মা
তোমার মুখের দেখতে হাসি হাসে মধুর পূর্ণিমা
আরশ ছায়ায় আছে মানিক সেই ছবিটা আঁকো ॥