.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

দিন বদলে দিন আসে
গীতিকারঃ পানজেরী দলীয় প্রয়াস
সুরকারঃ পানজেরী দলীয় প্রয়াস

দিন বদলে দিন আসে
রাত্রি অজানায়
সময় নদীর সাম্পানেতে
কে চড়ে যায় ৷

সকালের সোনা রোদে জীবনের অবেলায়
সময়েরা বয় শুধু খোলা জানালায়
পাথরের পাদদেশে ছায়া রয়ে যায়
সময় ও নদী মিলে দারুন মোহনায়।

ঘর ছিল দোর ছিল ছিল বসতবাটি
উঠোনেতে চির সুখ ফসল আঁটি আঁটি
সব আলো নিভে গেছে প্রিয় আঙ্গিনায়
দিন মানে গেল সব কত সময় হায় ॥