শহীদ হতে কে রাজি আজ
শহীদ এসে যায় ডেকে যায়
মিছিল যাবে আরশ মুখে
আর দেরি না আয় ছুটে আয়
মালেক গেছে মাহফুজ গেছে
আলোকিত যে পথ ধরে
সে পথ ধরে শহীদ বাকী
গেছে জানি রক্ত ঝরে
শহীদ আনোয়ার, খায়রুল, মতিন
সবাই গেছে এক ঠিকানায় ৷
যুগে যুগে সেই যে মহান
প্রভুর গান গাইলো যারা
খোদাদ্রোহী রোষানলে
জ্বলছে জানি সব পাঁয়তারা ॥
দ্বীন কায়েমে আজ প্রয়োজন
শহীদানের রক্ত আরো
কোথায় আছো সেই সাহসী
প্রাণ দিয়ে যে হাসতে পারো
দীপ্ত পায়ে ছুটে এসো
হেরার আলোর এই সীমানায় ॥