সুরের দেশ বাংলাদেশ। নদী, সাগর, পাহাড় আর আদিগন্ত সবুজ বিস্তৃত জনপদের পরতে পরতে সুরের সমারোহ। এখানে ধানের শীষ বাতাসের সঙ্গমে সুর তোলে, নৌকার পাল পাগলা হাওয়া কেটে সুর তোলে, বিনা কারণে দোয়েলের ঠোঁট শীর্ষ দিয়ে তোলে সুর। এখানে শিক্ষালয়ে সুরে সুরে পড়ানো হয়, মাঝি সুরে সুরে বেয়ে যান দাঁড় । আল্লাহ্র প্রশংসা, মুহাম্মদ (সাঃ) এর প্রেম আর আবহমান বাঙলার কিছুটা সরল কিছুটা স্রোতস্বিনী যাপনকে পুঁজি করে পানজেরী শিল্পীগোষ্ঠী ১৯৭৮ সনে বাংলাদেশের সংগীতাঙ্গনে এক স্বতন্ত্র দ্যোতনা নিয়ে পদার্পন করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই নিজস্ব সুরস্বাতন্ত্র্যে শতাধিক গান দিয়ে বাঙালী মনকে বিশেষভাবে আন্দোলিত করছে পানজেরী।