ছোড ছোড ঢেউ তুলি ফানি
ছোড ছোড ঢেউ তুলি
লুসাই ফাহার উরত্তুন নামিয়েরে
যারগই হর্ণফুলিত।
এক কুলদি শহর বন্দর
নগর হতো আছে
আরেক কুলত সবুজ রোয়ার মাথা
সোনালী ধান হাঁসে,
হালদা ফাঁডা গান ফুনাইয়েরে
সাম্পার যারগই ফাল তুলি (অভাই)।
হতো নাদির অস্তর বউ জি
ফানি আইনতো যার
হতো ফাখি গাছর আগাত বই
হতো গান ফুনার,
গাছর তলাত মালহা বানুর গান
গৌরব ফোঁয়া গার ফরার খুলি (অভাই)।
পাহাড়ি হোন সুন্দরী মাইয়া
ঢেউয়ের তালত বাই
শিয়ান গরি উডি দেহে তার
হানর ফুল আর নাই,
যেদিন হানর ফুল আজাইয়ে
এই দিনত্তুন নাম হর্ণফুলি (অভাই)