.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

তোমার গুণের কথা প্রকাশে
গীতিকারঃ খালেদ মাহমুদ নাসিফ
সুরকারঃ খালেদ মাহমুদ নাসিফ

তোমার গুণের কথা প্রকাশে
শক্তি আমায় দিও রহমান ||
জীর্ণ হৃদয়ে দিও এমন সাহস
বহতা নদীর মতো বহমান (ঐ)

ভোরের পাখির কলতানে,
যে সুর বাজে প্রাণে প্রাণে ||
সে সুর আমার কন্ঠে দিও
গাইতে তোমারি গুণগান (ঐ)

দীনের পথের বাঁধা যত,
পেরোয় যেন আলীর মত ||
বিপদ বাঁধার পাহাড় তোলে
তোমার পথে হতে শহীদান (ঐ)