আমাদের প্রত্যয় একটাই
আমাদের প্রত্যয় একটাই আল্লাহর পথে মোরা চলবো নিকষ কালিমা ভরা আকাশে ধ্রুব জ্যোতি তারা হয়ে জ্বলবো বিলিয়ে পাঁজরের রক্ত উর্বর করবো এ দুনিয়া মুক্তির বান ডেকে যাবে ফের আমরা শত্রুর খুনিয়া। আমাদের ঝরে গেছে রক্ত ঝরুক না যত লাগে ঢালবো তবু এই আঁধারে আঁধারের গহীনে শান্তির দীপ জোরে জ্বালবো। লড়াকুর যত খুন ঝরবে সব খুন […]
আমরা ছিলাম আমরা আছি
আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাবো না যতদিন রবে ঐ নদী বহমান রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা।। অস্ত্র আঘাতে রোখা যাবে না ভয়ভীতি সন্ত্রাস মানি না সত্যের পথে মোরা দুর্জয় মোরা নির্ভীক বাতিলের উৎখাতে তাই আমরা বজ্র কঠোর ভাঙবো ভাঙবো তাগুতি ঠিকানা।। শাহাদাতের অভিলাষ বুকেতে অনিবার অবিরাম জিহাদে রক্তে লালিমা হয় […]