.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

একটি রজনী এমন রজনী

একটি রজনী এমন রজনী হাজার মাসের সেরা কাঁদিয়া পোহায় বিনিদ্ৰ দেখো আল্লাহর আশিকেরা ॥ কোরআন নাযিল হয়েছিল সেই রাতে আঁধার পৃথিবী উঠেছিল হেসে জ্ঞান আলোকের প্রাতে সিজদায় লোটে আকাশ পাহাড় বৃক্ষ পাখি ও ফুলেরা ॥ মহিমান্বিত মোবারক রাত বুঝে নাও বুঝে নাও নাজাতের এই শেষ দশ দিনে বিজোড় রাত্রি চিনে নাও ৷ হৃদয় খুলে হে […]

স্বপনে মননে

স্বপনে মননে চেতনায় তোমাকে খুঁজে পাই জীবনের এপারে ওপারে বন্ধু তুমি ছাড়া আর দরদী কেহ নাই কেহ নাই৷৷ তোমারই সাম্য গান এক আল্লাহর জয়গান মানবতার মুক্তিদূত শ্রেষ্ঠ তুমি মহীয়ান তোমারই বিশ্বপ্রেম ঘুচালো হীনতা একতার বন্ধনে বেহেশত খুঁজে পাই ৷৷ কত শত মনিষীর প্রয়াস প্রাণান্ত তুমি এলে পূর্ণতায় আলোক অনন্ত । তোমারই বাণীকে মানিনি হে মহান […]

মা জননী

জনম জনম ধরে এই পৃথিবীর পরে আমার আপন ঠিকানা মা তুমি আমার মা মা জননী মাগো আমার মা ৷৷ গর্ভধারিনী স্তন্যদায়িনী স্নেহ ব্যাকুল লালনকারীণী তুমি আমার মা গ্রীষ্ম বরষা কিংবা শীতে দুঃখ বিপাকে কাতর নিশীথে সুখে বিসুখে আদরে যতনে দিয়েছিলে ঠাঁই তোমার বুকেতে শৈশবে ছিল সেই তো আমার সুখের বিছানা নাওনি কিছুই দিয়েছো শুধু জীবন […]

অন্তরে অন্তরে

অন্তরে অন্তরে তোমার বীণার সুরে ভরে ওঠে হাহাকার প্রান্তর ॥ তোমারই ছায়া মায়া অঝোর ধারায় ঝরে আমি কেন বসে থাকি নিরাশারই পর। নীড় হারা পাখিরাও একদিন নীড় ফিরে পায় প্রভু হয় না বিলীন আমি এক নীড় হারা পাবো না কেন গো সাড়া বুকের ভিতর সেই আশারই বেঁধেছিনু ঘর ॥ সন্তান করে দোষ অনিঃশেষ তবুও মায়ের […]

হাত ধরে যাই

রাতের পৃথিবী এসো হাত ধরে যাই ওই দূর ভোর সীমানায় কষ্ট আঁধার পেরিয়ে আসবে শত সূর্য এই আঙ্গিনায়৷৷ নিবিড় আঁধার নামে আসমান ভরে জোনাকিরা কাঁদে হায় দুঃখ সাগরে তবু এই রাতে আশা আছে তবু এই রাতে ভাষা আছে আলোকিত পথ আছে চাঁদ জোছনায়৷ ঝড়ে পরাজিত সবুজ সুন্দর মেঘে ভরা পৃথিবী আঁকে দিনভর তবু এই দিনে […]

রাখালিয়া বাঁশি

রাখালিয়া বাঁশি আছে নেই রে যে সেই তান পল্লী লালন হাসন রাজার গায় না রে কেউ গান ৷ জারি সারি পালা গানের আর বসে না হাট পপ রক আর ডিসকো গানে ভরিয়াছে মাঠ একতারা দোতারা দেখো হারিয়েছে প্রাণ ॥ মাটি ও মানুষের কথা কয় আমাদের গান পুঁথি ছড়া পল্লী গানে আজো জাগে প্রাণ এসব ছেড়ে […]

এ গান হোক আল্লাহর শুকরিয়া

এ গান হোক আল্লাহর শুকরিয়া এ গান হোক রাসুলের নাতিয়া ॥ এ গান হোক মজলুমেরই হাত এ গান হোক দুঃখির মোনাজাত এ গান হোক শিকল ভাঙার ধ্বনি এ গান হোক মিথ্যুকের অশনি এ গান হোক সত্যেরই আওয়াজ এ গান হোক জেহাদী কুচকাওয়াজ এ গান হোক আজাদীর দুনিয়া এ গান হোক আখেরাতের হাদিয়া ॥ এ গান […]

আমাদের দু’চোখে গোধূলীর তৃষ্ণা

আমাদের দু’চোখে গোধূলীর তৃষ্ণা শপথের অগ্নি হৃদয়ে পথে পথে আজ শ্লোগানের বন্যা ছুটে চলে নিশ্চিত বিজয়ে ॥ ক্লান্তির সীমানা ডিঙিয়ে উঠেছে যে নতুন এক সূর্য শংকায় কাঁপে বুক বাতিলের এতো বটে ধ্বংসের তূর্য রক্ত আখরে লেখা এ প্রাচীর কখনো সে যাবে না ক্ষয়ে ৷ ভ্রান্তির অমানিশা পেরিয়ে পেয়েছি যে আলোকের চিহ্ন প্রোজ্জ্বল দিগন্ত ছাড়িয়ে আঁধারের […]

জাগাও তোমার ঈমান

জাগাও তোমার ঈমান নাও হাতে তুলে কোরআন বুকে বাঁধো হিম্মত ও নবীর উম্মত ধরো সময়ের গান ৷ দিকে দিকে কাঁদে ঐ মজলুম জনতা জেগে ওঠো ঘুমাইয়ো না আর হায়দরি হাঁক ছাড়ো খালিদের পথ ধরো (ওহো) সৈনিক মোরা আল্লাহর ॥ দারা পরিবার যারা আল্লাহতে সঁপে ওগো সংগ্রামে ছিল নির্ভীক আজ তারা কেন লাঞ্চিত কেন যে অবাঞ্চিত […]

আল্লাহ রসুল জপের গুণে

আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখ চেয়ে সদা ঈদের দিনের খুশিতে তোর পরান আছে ছেয়ে আল্লাহর রহমত ঝরে ঘরে বাইরে তোর উপরে আল্লাহ রসুল হয়েছেন তোর জীবন তরীর নেয়ে ॥ দুঃখে সুখে সমান খুশি নাই ভাবনা ভয় তুই দুনিয়াদারি করিস তবু আল্লাতে মন রয় | মরণকে আর ভয় নাই তোর খোদার প্রেমে পরাণ বিভোর […]