.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

শতাব্দী আজ ডাকছে তোমায়

শতাব্দী আজ ডাকছে তোমায় আগামী দিনের হে দীপ্ত সেনা শান্তি খোঁজে ঐ মানবতা শান্তি কোথাও হায় পায় না ৷৷ শান্তির শ্বেত পাখি হারিয়ে গেছে হাহাকার চারিদিকে ছেয়েছে ক্ষুধিত মানুষ ঐ পথের পাশে মুখ বুজে চুপে পড়ে রয়েছে দুঃখীর তরে সুখের প্রভাত আনতে কি পথ চলবে না ৷৷ অত্যাচারীর ঐ প্রাসাদ ভেঙ্গে কোরআনের আলো দাও ছড়িয়ে […]

তোমরা যারা আজ খোদার পথে

তোমরা যারা আজ খোদার পথে দিয়ে গেলে প্রাণ জনতার মুখে মুখে প্রাণে প্রাণে রবে রবে অম্লান দ্বীনের বাগানখানি সিক্ত করে যারা হারালে গো প্ৰাণ ॥ তোমাদের ইতিকথা শহরে নগরে রবে গাঁয়ে দুঃখির কুঁড়ে ঘরে জিহাদের ময়দানে জিহাদীর প্রাণে প্রাণে জাগাবে সাড়া হে চির তাজা প্রাণ ॥ শহীদের তাজা খুন বৃথা যেতে পারে না ভাঙবো ভাঙবোই […]

ভাটির দেশে জন্ম আমার

ভাটির দেশে জন্ম আমার জন্ম নদীর দেশে দুঃখের মাঝে দিন কেটেছে তাকেই ভালোবেসে ॥ পাহাড় নদী ধানের ক্ষেতের এমন মোহন ছবি পূবের আকাশ সাজিয়ে তোলে শিশির ধোয়া রবি পাখির গানে ফুলের ঘ্রাণে শ্যাম বনানী আমায় টানে সবুজ গায়ের সরল কৃষাণ দু’হাত বাড়ায় এসে ৷ প্রতিদিনের ভোরের আজান জ্বালায় প্রাণে দীপ্ত শিখা লক্ষ তিতুমীরের কথা রক্তে […]

ঐ পাহাড় আর গাছ গাছালি

ঐ পাহাড় আর গাছ গাছালি নীল ঝর্ণার গান জানি গো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান ৷৷ ঐ আকাশ এই যে বাতাস তোমার নামে তাসবীহ্ আঁকে ও নদী ঐ যে সাগর কলতানে তোমায় ডাকে প্রকৃতির সুরে সুরে তোমারই নাম তোমারই গান ॥ আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে ধরণী ফলে ফুলে সুশোভিত তোমার […]

লক্ষ চাঁদের আলো নিয়ে

লক্ষ চাঁদের আলো নিয়ে তুমি এলে হে রাসুল লক্ষ ফুলের সুবাস নিয়ে তুমি এলে হে রাসুল ॥ তোমার ছোঁয়ায় উঠলো মেতে রিক্ত ধরা কূল আলম দিকে দিকে পড়লো সাড়া তওহীদেরই খোশ কালাম ফিরে এলো ফের সুখের ফাগুন তোমায় পেয়ে ধরা ব্যাকুল ॥ তুমি বিনা চির সুখের জান্নাতেরই পথটি ভুল তোমার পথে চলতে মোরা যাচি দোয়া […]

কোন দিকে পথ নেই

কোন দিকে পথ নেই সব দিকে বন্ধ দুয়ার কোন দিকে আলো নেই চারিদিকে ঘিরেছে আঁধার তবুও চলতে হবে সামনে যেতেই হবে পথ নেই মুক্তি পাবার।। তাগুতের পথ ধরে শতবার মানুষের সুখ আমি চেয়েছি বিবেকের কষাঘাতে বারে বার পথ ভুলে ভুল পথে ঘুরেছি পথ বলো কোথা পাবো খুঁজে দুঃখ ভরা বুকে ব্যথা কী যে আর কত […]

খোলাফায়ে রাশেদার প্রদীপ্ত পথ ধরে

খোলাফায়ে রাশেদার প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমরাই জেগেছি বুকে নিয়ে কোরআনের বিপ্লবী পয়গাম বারে বারে দেশে দেশে লড়েছি সত্যের সংগ্রাম করেছি ।। বদর ওহুদ আর তাবুকের ময়দান পাড়ি মোরা দিয়েছি অতীতে ফেরিঙ্গা পট্টং বালাকোট ঋণী হলো আমাদের ত্যাগ সংগীতে ধমণীতে লয়ে সেই শাহাদাত সঙ্গী মদীনার নব ভীত গড়েছি ৷। মোরা চির বিদ্রোহী বিপ্লবী সৈনিক […]

দুঃখে পড়ে না ভেঙ্গে যে বীর পুরুষ

দুঃখে পড়ে না ভেঙ্গে যে বীর পুরুষ বাধার প্রাচীর দেখে হয় না বেহুঁশ তেমন মানুষ কই বীর মুজাহিদ দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ ॥ খোদার জমিনে তার আজ প্রয়োজন সুখকে হারাম করে করবে যে পণ লড়তে হেরার পথে তুলবে আওয়াজ তাকে খুঁজি আজ ॥ নবীর দেখানো পথে কদম কদম চলতে জীবন দিয়ে যায় হরদম […]

চাই একটি ইসলামী বসুন্ধরা

চাই একটি ইসলামী বসুন্ধরা আর চাই কিছু সৎ নাগরিক তবে তো নিশ্চয়ই শান্তি খুঁজে পাই আমরা জগৎ জুড়ে একই সাথে আল্লাহরই জয়গান গাই ৷ সত্য পথে চলতে গেলে অনেক রকম বাধা-ই মেলে সত্য মিথ্যার দ্বন্দ্ব হবে নাই তাতে ওরে ভয় নাই ৷। একদল মানুষ চিরদিনই করে মিথ্যার বেচা-কিনি সত্য দেখেই ভয় পেয়ে যায় চেপে ধরে […]

আমাদের রুখতে যাবে

আমাদের রুখতে যাবে ঝঞ্চা বাঁধার পাহাড় এসে বাঁধার ঐ পাহাড় দলে চলতে হবে দুঃসাহসে জীবনের স্বপ্নগুলো ধীরে ধীরে সাজাতে হবে হোক না বন্ধুর পথ তবুও তো চলতে হবে।। আমাদের গতি পথে আসবে নিরব স্রোতের ধারা মাড়িয়ে সেই যে স্রোত জাগাতে হবে ঘুমের পাড়া তবে তো আসবে প্রভাত কুয়াশারই আঁচল ছিঁড়ে।। জিহাদের শপথ গড়ে দ্বীনের পথে […]