.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

এই গান সেই গান

এই গান সেই গান কত গান গাই শান্তি না পাই তোমার নামের গান ধরি যখন এই মনে নুপুরের ধ্বনি গুঞ্জন ভুলে যাই সব ব্যথা সব বেদন ওগো রহমান ॥ চলতে চলতে এই চেনা সীমানায় পরাণ পাখিটি কেঁদে ফেরে হতাশায় তোমার নামের শিখা মনের কোণে অমনি যায় ঘুচে ছন্দ পতন ৷ এ জীবন সে তো এক […]

কোথাও আজ পালাবার পথ খোলা নেই

কোথাও আজ পালাবার পথ খোলা নেই মৃত্যু এখানে আসলে আসুক আলোকের পথ ধরে চলতে গিয়ে রক্তে সীমানা ভাসলে ভাসুক কোরআনের কথা যদি না যায় বলা রাসুলের পথে যদি না যায় চলা কী হবে রেখে এই ভীরুতার প্রাণ কী হবে গেয়ে এই জীবনের গান জুলুম শোষণ তাই নামলে নামুক গর্জন যত শুনি তাগুতেরই নেই ভয় দিন […]

বৃষ্টি হলেই

বৃষ্টি হলেই মন বলে যে ঐ আকাশের কান্না সেই কাঁদনে যাক ধুয়ে যাক মনেরই আঙিনা আমার মনেরই আঙিনা ॥ নিঝুম রাতে শাওন ঝড়ে হৃদয়ে তোলপাড় নিবিড় সুরে দুঃখ পাতে, প্রকৃতি নিসাড় দুঃখ রাশি আমায় ভাঙে ভীড়লো তরী কোন সে গাঙে সব পীড়নের শেষে মিলাও সুখেরই ঠিকানা ॥ গাঢ় মেঘে আকাশে ছাওয়া উদাস উদাস গজল গাওয়া […]

মাটির একখান ঘর বানাইয়া

মাটির একখান ঘর বানাইয়া তার ভেতরে প্রাণটা দিয়া ছাইড়া দিলি এই ভুবনে চলতে আছে জীবন ভর আল্লাহ তুই বড়ই কারিগর ও আল্লাহ আজব কারিগর ॥ সেই ঘরেরই দুইটি নালা বত্রিশ খুঁটি তার ঘরের ভিতর চাইয়া দেখি আজব সে কারবার সে ঘরটারে বাঁইধা দিলি খুঁটির সাথে থরে থর ॥ সেই ঘরেরই প্রাণ পাখিটা নিত্য জ্বালায় আলো […]

ঘড়িহীন কৈশোরে

ঘড়িহীন কৈশোরে বিপুল আকাশ পটে হারাতাম অদৃশ্য পাখা ছড়িয়ে৷ কখন যে ঘুরে গেলো সময়ের কাঁটা ফুরালো যে অহেতুক পথে পথে হাঁটা কিশোর বেলার দিন গেছে হারিয়ে নাগাল পাই না আর হাত বাড়িয়ে ॥ এখন জীবন ভাসে জীবিকার জলে স্বপ্নেরা মরে যায় সময়ের তলে জটিল জলের স্রোতে আছি দাঁড়িয়ে হায়রে কিশোর বেলা তোকে হারিয়ে৷

ওরে ও পাগল মন

ওরে ও পাগল মন মরলে পরে আঁধার ঘরে কি হবে তখন ঐ পাড়ে এক জীবন আছে রাখিও স্মরণ। নিত্য নতুন এমন যুগে রঙ বেরঙের খেলা রূপে-রসে বসলো যে রে যৌবনেরই মেলা এক নিমিষে সব হারাবে আসিলে মরণ ॥ যৌবন জোশে যাও বেহুশে মানো না বাঁধন রঙ্গ মেলা শেষে একদিন নামিবে কাঁদন দেখবে যবে চাওয়া পাওয়ার […]

জীবন গাঙ্গের মাঝি রে

হেঁইয়্যাহো হো হো হেঁইয়্যাহো জীবন গাঙ্গের মাঝি রে জীবন রেখে বাজি রে দাঁড় বেয়ে যা (তুই) আল্লাহ নবীর নাম লইয়া তোর ছেঁড়া পাল উড়া ॥ দুঃখের তুফান উঠে যদি যাসনে তবে ভেসে শক্ত হাতে হাল ধরে তুই নাও বেয়ে যা হেসে রে ভয় কিরে তোর জীবন মানেই আছে ভাঙ্গা গড়া হাল ছাড়িয়া দিলে যে তোর […]

দূরের ঘরে অন্য স্বর

দূরের ঘরে অন্য স্বর শুনতে পেলাম কই আমার ভেতর আমি মানুষ কান পেতে রই ॥ বছর গেলো সময় গেলো গেল বার মাস আমার ঘরের আমি মানুষ হলাম সর্বনাশ তবু দেখো আমি মাঝি দুঃখ পেলাম কই দারুণ ঝড়ে শক্ত হালে একা দাঁড়িয়ে রই ॥ পথ চলতে পথ ফুরালো পথে আছে কেউ আঁধার মাঝে দারুণ আঘাত জীবন […]

চেননি মন তারে তুমি

চেননি মন তারে তুমি যে জন তোমার মন পিঞ্জরে দিবা নিশি বিরাজ করে ৷ যখন আল্লাহ পরওয়ারে সৃষ্টি করলেন আদমেরে আবওয়াতুস বাতাস দিয়ে হবে মিলন পরে হুকুম করলেন ওরে রূহু যাও কল্পপুরে তখন আঁধারিয়া ঘর দেখিয়া কাঁদছে রূহু কাতর স্বরে ॥ হেলায় খেলায় এই দুনিয়ায় রইলি পড়ে ভবের মায়ায় দিনে দিনে বয়স কমে নামে সন্ধ্যা […]

স্রোতের প্রতিকূলে বয়ে চলা মাঝি

স্রোতের প্রতিকূলে বয়ে চলা মাঝি জীবনের পদে পদে জান রাখি বাজি (আমি) ঢেউ যত তোলপাড় আমি তত দুর্বার পরাজয়ে নই আমি রাজি হিমালয় সম তোর তর্জন গর্জন দেবো পাড়ি তাও আমি ভয় করে বর্জন জীবনের উচ্ছাসে ঈমানী বিশ্বাসে বজ্র কঠোর এই মাঝি ॥ পাল যদি ছিঁড়ে যায় হাল যদি গুঁড়ে যায় ভয় করি না আমি […]