.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

তুমি শেষ আদর্শ অনন্য

দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য তুমি অন্ধকারে আলোর দিশা পথ দেখাও অনন্য ॥ এতদিন তো বুঝিনি হায় তোমায় আমি নষ্ট পথে ছিলেম মগন দিবস যামী সেদিন হতে বুঝতে পেরে ব্যাকুল তোমার জন্য ৷। তোমার কথা তোমার ও পথ আলোয় ভরা তুমি ছাড়া সকল পথই আঁধার ঘেরা তোমার পথে চলেই জীবন হয় যেন গো ধন্য ৷৷

ছেলের কথা পড়লে মনে

ছেলের কথা পড়লে মনে কান্না যদি আসে মাগো কান্নার দাগ দিও মুছে তোমার নিঠুর হাতে কান্না যদি আসে ॥ কে বলেছে মৃত ওদের মৃত ওরা নয় অমর ওরা দোজাহানে জেনো নিশ্চয় ন্যায়ের পথে লড়তে গিয়ে জীবন দিয়ে গেছে তাই তো ওদের ঠাঁয় দিয়েছি হৃদয়ে হৃদয়ে শোকর কর শোকের মিছিল শেষ হয়েছে যে ॥ আরশের নিচে […]

এ দুর্যোগে এই দুর্ভোগে আজ

এ দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে জীবনের এই মরু বিয়াবানে প্রাণ আনতেই হবে আনতেই হবে তোমাকে ৷। জড়তার দেশে দাও দাও হিন্দোল বহাও বন্যা তওহীদি হিল্লোল অমারাত্রির সব কালিমা মুছে সূর্য উঠাতেই হবে উঠাতেই হবে তোমাকে ॥ এখানে এখনও জাহেলি তমদ্দুন শিকড় গড়ার প্রয়াসে যে তৎপর সজাগ বন্ধু প্রস্তুতি নাও প্রতিটি […]

পাহাড়ের পাশ দিয়ে

পাহাড়ের পাশ দিয়ে চলে গেছে জলধারা আমি তার জানি না কোন ঠিকানা মনে হয় হয়তো বা মিশে গেছে অবশেষে যেখানে নীল নিলীমার সীমানা ॥ সবুজের আবাহনে আমি যেন আজ ভুলে গেছি সব কিছু ভুলে গেছি কাজ হৃদয়ের চাওয়া পাওয়া একাকার আজ যেন বেদনার পরিচয় না না জানি না ॥ ওই ধারে সাগর সে হাতছানি দিয়ে […]

ওগো নূর নবী হযরত

ওগো নূর নবী হযরত আমরা তোমারই উম্মত ৷। তুমি দয়াল নবী তুমি নূরের রবি তুমি বাসলে ভালো জগত জনে দেখিয়ে দিলে পথ।। আমরা তোমার পথে চলি আমরা তোমার কথা বলি তোমার এ আলোয় পাই যে খুঁজে ঈমান ও ইজ্জত ৷৷ সারা জাহানবাসী তোমায় ভালোবাসি তোমায় ভালোবেসে এ মনে পাই মোরা হিম

আমার দেশের বৃষ্টি ভেজা তাল

আমার দেশের বৃষ্টি ভেজা তাল হিজল তমাল অশ্বত্থ গাছের ছায়ে আহা লুকিয়ে আছে স্মৃতির শিশুকাল ওই না দূরের শান্ত সলাজ গাঁয়ে ॥ পাখি ডাকা স্বপ্ন আঁকা হিমেল হাওয়ার ভোর নিতো ডেকে যেই খুলিতাম চুপিসারে দোর আহা রাখালিয়ার বাঁশির কারুকাজ আনতো বয়ে ওই দখিনা বায়ে ॥ গাঁয়ের নদীর জলের তলে কত ছিল সুখ ডুবে ডুবে তারই […]

আলোর পাখিরা কই

আলোর পাখিরা কই ডানা মেলে দাও আজ লোকালয়ে অলিতে গলিতে যে আলোয় মানবতা ফিরে পাবে তার দৃষ্টি খুঁজে পাবে আকাঙ্ক্ষিত পথ খুঁজে পাবে তার ঠিকানা ॥ তোমাদের পথ পানে চেয়ে আছে অগণিত চোখ ওই পথ হারা মানুষের মিছিল ওই অসহায় মানুষগুলো নিয়ে বুকে আশার আলো চেয়ে আছে তোমাদের পানে ॥

তৌহিদী চট্টলা সংগ্রামী চট্টলা

তৌহিদী চট্টলা সংগ্রামী চট্টলা বিপ্লবী চট্টলা বিদ্রোহী চট্টলা কারো কাছে কোন দিন মাথা নত করে না।। পাহাড়ের পরিবেশে মানুষের মন শিখরের মতো উঁচু তোলে আলোড়ন ঝঞ্চার সংঘাতে দুর্বার হয়ে উঠে জীবনের ঝুঁকি নেয় ভেঙে পড়ে না ॥ এইখানে আলাওল তুলেছিল সুর আমানত দেখেছিল স্বপ্ন মধুর মনিরুজ্জামানের সংগ্রামী চেতনা স্বর্ণালী ইতিহাস কে গো স্মরে না ॥

পৃথিবী জুড়ে আজ কতো অসহায়

পৃথিবী জুড়ে আজ কতো অসহায় মজলুম শোনো ওই কাঁদে শোষণ নিপীড়ন বঞ্চনা যে মানুষের মতবাদে ॥ সুখের আশায় যেথা ছুটে যায় ফিরে আসে হতাশাতে বাঁচার আশা লাঞ্চিত হয় মিথ্যার কষাঘাতে শৃঙ্খল বাঁধনে হাহাকার করে আহত আর্তনাদে ॥ আশ্রয় ভেবে যার কাছে যায় পায় না তো খুঁজে তারে ভিটে-মাটিহীন কাটে দুর্ভোগে যাতনাই শুধু বাড়ে মনের গভীরে […]

পলাশ ফুলের রং কেন লাল

পলাশ ফুলের রং কেন লাল শিমুল ফুলের রং কেন লাল ফেব্রুয়ারির রাঙা খুনে রাঙলো কার কপাল রে রাঙলো কার কপাল ॥ সেদিন ভোরের মিছিলে যাবার মুখে যাসনে যাদু বলে মা দুয়ার রুখে ফাঁকি দিয়ে গেছে মায়ের দু’চোখ রাজপথে এঁকে লাল ॥ এখানে এখন স্বৈরাচারের হানা দিয়েছে মুছে শান্তির নিশানা মুছে দিতে যত অবিচার অন্যায় সোনার […]