.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

থুইয়ারে তোর এ ঘর বাড়ি

থুইয়ারে তোর এ ঘরবাড়ি যাইতে হইবো তার কাছে যিনি পাঠাইলেন তোরে এই ধরাতে ॥ দমে দমে শেষ হয় জীবন ভাবার সময় নাই দম ফুরাইলে সাঙ্গ খেলা ভবের দুনিয়ায় পরপারে শূণ্য হাতে কেমনে যাবি ও মন রে ॥ তোর মালিকের কথা ভুলি চললি কোন পথে জীবনটা তোর ষোলআনা মিছে এই পথে ॥ থাকতে সময় নে রে […]

শুধু মুসলমানের লাগি

শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান হিন্দু বলো বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান সবাই হেথা শান্তি পাবে পাবে রে সম্মান নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে নিজ কর্ম সব ধর্মের সব মানুষের ইসলাম দিল সেই সম্মান ॥ ভিন ধর্মের কারো উপরে যদি কোন মুসলিম করে অবিচার শেষ বিচারে রাসুল নিজে দাঁড়াবে […]

শহীদ হতে কে রাজি আজ

শহীদ হতে কে রাজি আজ শহীদ এসে যায় ডেকে যায় মিছিল যাবে আরশ মুখে আর দেরি না আয় ছুটে আয় মালেক গেছে মাহফুজ গেছে আলোকিত যে পথ ধরে সে পথ ধরে শহীদ বাকী গেছে জানি রক্ত ঝরে শহীদ আনোয়ার, খায়রুল, মতিন সবাই গেছে এক ঠিকানায় ৷ যুগে যুগে সেই যে মহান প্রভুর গান গাইলো যারা […]

সামাল সামাল সামাল হে

সামাল সামাল সামাল হে সামাল সামাল সামাল সামাল সামাল আসছে ওরে দামাল ছেলের দল বজ্র নিনাদ হুঙ্কারে বাজিয়ে বিজয় ডংকারে রুখতে পারে এমন কে রে যৌবনেরই ঢল ॥ স্বপ্ন যাদের স্বর্ণ যুগের সমাজ রাশেদার মায়ের সোহাগ আদর তারে বাঁধতে পারে আর তাদের বইছে শিরায় হামযা আলীর রক্ত কল কল ॥ বীণায় আর বাজে না নেই […]

দিন বদলে দিন আসে

দিন বদলে দিন আসে রাত্রি অজানায় সময় নদীর সাম্পানেতে কে চড়ে যায় ৷ সকালের সোনা রোদে জীবনের অবেলায় সময়েরা বয় শুধু খোলা জানালায় পাথরের পাদদেশে ছায়া রয়ে যায় সময় ও নদী মিলে দারুন মোহনায়। ঘর ছিল দোর ছিল ছিল বসতবাটি উঠোনেতে চির সুখ ফসল আঁটি আঁটি সব আলো নিভে গেছে প্রিয় আঙ্গিনায় দিন মানে গেল […]

সাঁঝের আলো কেন জ্বালো

সাঁঝের আলো কেন জ্বালো ঝলমলে চাঁদ হাসে রূপালী নায়ে আমার এ দেশ ভরা জোছনায় ভাসে ৷ রাতের পাখি অবাক সুরে ডাকে শোনো পলাশ ছুঁড়ে জোনাকীর দল ঐ জেগেছে আঁধারে মুক্তো ভাসে ৷ মায়াবী আলোর বান ডেকেছে তাই আঁখি জাগে নিঝুম রাতে দোলা দিয়ে যায় উদাসী হাওয়ায় চঞ্চল মন চায় হারাতে ॥ আকাশ জুড়ে তারার মেলা […]

মা গো তুমি আর কিছু দিন

মা গো তুমি আর কিছুদিন দুঃখ সয়ে থাকো তোমার ছেলের নাম ধরে মা লক্ষ ছেলেরে ডাকো ৷৷ এক ছেলেকে বিদায় দিয়ে অনেক মানিক জুটলো যার জীবন জুড়ে বলো মা গো আর কি থাকে দুঃখ তার মনে রেখে এই কথাটি অশ্রু ফেলো নাকো ৷৷ বুক ভরা যে গর্ব তোমার তুমি শহীদ ছেলের মা তোমার মুখের দেখতে […]

কর্ণফুলীর বাঁকে

কর্ণফুলীর বাঁকে আমার জীর্ণ শনের ঘর চৌদ্দ পুরুষ চাষার কথায় সাক্ষী জনম ভর সেই চাষারই আশার খেলায় দুঃখ সুখের জীবন ভেলায় ছুটছি দিনান্তর ॥ মরা গাঙের শুকনো চরে উজান পানি খেলা করে মাছরাঙাটির স্বপ্ন দোলায় দুলছে বাসর ঘর ॥ ধল প্রহরের বিজন বেলায় কাটাই জীবন সুখের হেলায় আশার দোলায় লাঙ্গল ঠেলি ভরবে গোলা ঘর ॥

এসো দেয়ালে দেয়ালে

এসো দেয়ালে দেয়ালে এসো পাতায় পাতায় লিখে যাই লিখে যাই সবখানে এই কাফেলা চিরদিন রবে ॥ আমরা কভূ হবো না নিথর হবো না পিছু নেই কোন ডর যতদিন না দেখব মোরা কোরআনের বাণী সবখানে ॥ জীবন মোদের সঁপেছি খোদায় বিপদ বাধা পায়ে দলি তাই রক্ত যতই ঝরে ঝরুক আল্লাহরই রাজ যাবো গড়ে ৷

আমার ভালোবাসার এই গান

আমার ভালোবাসার এই গান কোনো দিন কখনো যদি সুরের আকাশে হয় অম্লান বলবো তবে বলবো আমি সে যে এক মহান শিল্পীর দান ॥ দিকে দিকে আমি যার প্রেমের ছোঁয়া পাই মনের মাধুরী দিয়ে তার গান গেয়ে যাই তার সুর মেখে যেন আমার জীবন ভেলা বেলা শেষে হয় অবসান ৷৷ হাসি গাই চলি ফিরি যা-ই বা […]