.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

সাঁঝের আলো কেন জ্বালো

সাঁঝের আলো কেন জ্বালো ঝলমলে চাঁদ হাসে রূপালী নায়ে আমার এ দেশ ভরা জোছনায় ভাসে ৷ রাতের পাখি অবাক সুরে ডাকে শোনো পলাশ ছুঁড়ে জোনাকীর দল ঐ জেগেছে আঁধারে মুক্তো ভাসে ৷ মায়াবী আলোর বান ডেকেছে তাই আঁখি জাগে নিঝুম রাতে দোলা দিয়ে যায় উদাসী হাওয়ায় চঞ্চল মন চায় হারাতে ॥ আকাশ জুড়ে তারার মেলা […]

এ আমার হৃদয় ভরা

এ আমার হৃদয় ভরা আকুল করা জন্মভূমি এ আমার স্বপ্ন সুনীল ভালোবাসার পূণ্যভূমি ৷ এখানে সাঁঝ সকালে কোকিল ডাকে শালিক আর পায়রাগুলো যায় উড়ে যায় অনেক দূরে লাঙ্গল কাঁধে ছুটে চাষী তুলে সুর মনমাঝি দাঁড় টেনে যায় আপন মনে ৷ বিকেলে মিষ্টি রোদে খেলার মাঠে কানামাছি দাঁড়িয়াবান্ধা লুকোচুরি ওঠে মেতে সূর্য পাটে গেলে মিনারে আজান […]

স্বাধীনতা

এই যে আমি স্বাধীনতা এই যে তুমি স্বাধীনতা এই যে আমরা স্বাধীনতা খাওয়ার পরার বাঁচার স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা ॥ স্বাধীনতা তো রক্তে কেনা এমনই এক নাম যে রক্তে যুক্ত হলো আমার ভাইয়ের ঘাম মাতৃভূমি করতে মুক্ত যারা দিলো প্রাণ তাদের তরে গান গেয়ে যাই, জানাই যে সম্মান তারাই তো আজ মুছে দিলো সকল কলুষতা […]

সবুজের সমারোহে

সবুজের সমারোহে ছুটে যায় মন পাখিদের কাকলিতে জেগে ওঠে বন ঝিলমিল করে আলো স্বচ্ছ নীড়ে স্বপ্নরা বাসা বাঁধে যাকেই ঘিরে রূপে যার তুলনা হয় নাকো শেষ সে আমার বাংলাদেশ ॥ কৃষকেরা গায় গান সোনালী মাঠে দিন যায় রাত যায় মাঠেই কাটে গোলা ভরা ফসলে কৃষাণির দু’গালে ফুটে ওঠে সুখময় হাসি রেশ যে হাসির তুলনা হয় […]

সেই যে কবে পাঠশালাতে

সেই যে কবে পাঠশালাতে পড়েছিলাম- অ ক-এ কলা খ- এ খাও ন-এ পালের নাও। নায়ের পালে বাতাস ধরে নাইওরি যায় দূরে বাংলা আমার প্রাণের পাখি গান গেয়ে যায় সুরে সুরের রাখাল বটের ছায়ায় হাতে মোহন বাঁশি দৃষ্টি হারায় পাথার কূলে মনটা তার উদাসী ॥ উদাস দুপুর খাঁ খাঁ করে কাঁদে কেন মন বিধুর ব্যথায় নীরব […]

সবুজ যেথা বন বনানী নদীর কলতান

সবুজ যেথা বন বনানী নদীর কলতান যেথায় কোকিল দোয়েল ঘু ঘু করে শুধু গান ॥ সেই গাঁয়েরই কৃষাণ ছেলে মাটি চষে লাঙল ঠেলে সোনার দেশে ফলায় সোনা নাই রে অভিমান ॥ সেই দেশেতে নাও না আমায় একবার দেখে আসি যেই দেশেতে দুঃখ নাই রে বাজে সুখের বাঁশি ॥ সবুজ ঘেরা এই দেশেতে মায়ের আদর মাখা […]

কত সুন্দর সবুজ শ্যামল

কত সুন্দর সবুজ শ্যামল মোদের জন্মভূমি চাইনি খোদা এত উপহার যা দিয়েছো তুমি ॥ সূর্য ওঠার সোনালী বেলায় কত যে রূপের মাধুরী ছড়ায় শিশির কণা মৃদু হাসে ভোরের বাতাস যায় হৃদয় চুমি ৷। বনের সবুজ আর আকাশের নীল মিলেমিশে তাই সুখ অনাবিল সেই সুরে সুরে আমরাও তাই হৃদয়ের সাথে হৃদয় মিলাই ৷৷ গোধুলীর রাঙ্গা মেঘের […]

পাহাড়ের পাশ দিয়ে

পাহাড়ের পাশ দিয়ে চলে গেছে জলধারা আমি তার জানি না কোন ঠিকানা মনে হয় হয়তো বা মিশে গেছে অবশেষে যেখানে নীল নিলীমার সীমানা ॥ সবুজের আবাহনে আমি যেন আজ ভুলে গেছি সব কিছু ভুলে গেছি কাজ হৃদয়ের চাওয়া পাওয়া একাকার আজ যেন বেদনার পরিচয় না না জানি না ॥ ওই ধারে সাগর সে হাতছানি দিয়ে […]

আমার দেশের বৃষ্টি ভেজা তাল

আমার দেশের বৃষ্টি ভেজা তাল হিজল তমাল অশ্বত্থ গাছের ছায়ে আহা লুকিয়ে আছে স্মৃতির শিশুকাল ওই না দূরের শান্ত সলাজ গাঁয়ে ॥ পাখি ডাকা স্বপ্ন আঁকা হিমেল হাওয়ার ভোর নিতো ডেকে যেই খুলিতাম চুপিসারে দোর আহা রাখালিয়ার বাঁশির কারুকাজ আনতো বয়ে ওই দখিনা বায়ে ॥ গাঁয়ের নদীর জলের তলে কত ছিল সুখ ডুবে ডুবে তারই […]

পলাশ ফুলের রং কেন লাল

পলাশ ফুলের রং কেন লাল শিমুল ফুলের রং কেন লাল ফেব্রুয়ারির রাঙা খুনে রাঙলো কার কপাল রে রাঙলো কার কপাল ॥ সেদিন ভোরের মিছিলে যাবার মুখে যাসনে যাদু বলে মা দুয়ার রুখে ফাঁকি দিয়ে গেছে মায়ের দু’চোখ রাজপথে এঁকে লাল ॥ এখানে এখন স্বৈরাচারের হানা দিয়েছে মুছে শান্তির নিশানা মুছে দিতে যত অবিচার অন্যায় সোনার […]