হৃদয় ভরে গা আল্লাহরই গান
হৃদয় ভরে গা আল্লাহরই গান দরবারে তাঁর বেড়ে যাবে দেখবি তোর মান৷ আমাদের স্রষ্টা যিনি এ জীবন দিলেন তিনি জীবনের পদে পদে তারই গান জয়ধ্বনি তবে কেন রইলি ভুলে দেখ না নয়ন মেলে বিশ্ব জুড়ে তার দয়া অফুরান ॥ দুনিয়ার লালসা ছেড়ে আয়রে খোদার পথে নইলে পরপারে ঠেকবি পুলসিরাতে এ সময় নাওরে করে সম্বল নিজের […]
হে রহমান হে দয়াবান
হে রহমান হে দয়াবান মন বেহাগে আজ প্রাণেরও সুরে সুরে গাই তব গান৷৷৷ তোমার গুণ গাহি তোমার দয়া চাহি তোমার ভালোবাসা আমার চির আশা অধম বান্দা এ যাচে ক্ষমা হে- রহিম রহমান৷৷ রহম আল্লাহ হে করম আল্লাহ হে গফুর নাম তোমার মুঈন নাম তোমার নিশার আঁধারে দিশা দাও মোরে- সীরাত দীপ্তিমান৷৷
খালিক তুমি মালিক তুমি
খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি আজিম তুমি রহিম তুমি করিম তুমি সবি তো তুমি রহমান আল্লাহু আকবার আল্লাহ মহান।। দূর আকাশে দেখি তোমারি রূপ চন্দ্র সুরুজ শত তারার মাঝে গ্রহ নক্ষত্র যিকির ঘুরে ঘুরে করছে মহাকাশের ভাঁজে ভাঁজে গাইছি আমি (ওগো) অন্তর্যামী তুমি গফুর তুমি সোবহান।। সাগর তলের মহারাজ্য জুড়ে হাজার প্রজাতি করে বিরাজ […]
অন্তরে অন্তরে
অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা তোমার প্রেমে জীবন আমার হলো পাগলপারা ॥ আকাশ বাতাস সবই দিলে দিলে জীবন এমন দেখিনিতো কখনো হায় তুমি প্রভু কেমন অন্তরেরই নয়ন মেলে পাই তোমারই সাড়া ॥ (আমি) ফুলের ঘ্রাণে মাতাল এ মন যায় না সে ঘ্রাণ দেখা অদৃশ্য এ বাতাসও তা বুঝি স্বয়ং একা রে বুঝি স্বয়ং একা […]
ঐ চাঁদের আলো আজ
ঐ চাঁদের আলো আজ লাগে না ভালো কেন জানি না তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না ॥ (প্রভু) পৃথিবীর এত রূপ রঙ্গ সেও তো হয়েই যাবে ভঙ্গ তারই রূপে আর তারই মোহে তাই তো আজ আর কাঁদি না ॥ নদীর কলতান পাখির কুহু গান চিরদিন সে নাহি রবে সাধের এ জীবন মুছে দেবে মরণ […]
অন্তরে অন্তরে
অন্তরে অন্তরে তোমার বীণার সুরে ভরে ওঠে হাহাকার প্রান্তর ॥ তোমারই ছায়া মায়া অঝোর ধারায় ঝরে আমি কেন বসে থাকি নিরাশারই পর। নীড় হারা পাখিরাও একদিন নীড় ফিরে পায় প্রভু হয় না বিলীন আমি এক নীড় হারা পাবো না কেন গো সাড়া বুকের ভিতর সেই আশারই বেঁধেছিনু ঘর ॥ সন্তান করে দোষ অনিঃশেষ তবুও মায়ের […]
প্রশস্তি স্তবগান
প্রশস্তি স্তবগান প্রশংসা গুণগান সবই তো তোমারই প্রভু তুমি পালনকারী সারা বিশ্ব জাহানের দয়ালু পরম অশেষ দাতা মালিক তুমি বিচার দিনের ॥ করি গোলামী শুধুই তোমার সাহায্য চাই কেবলই তোমার যাদের তুমি করুণা ভরে দিয়েছো দিশা সরল পথের চালাও সে পথে আল্লাহ মহান সারাটি জীবন আমাদের ॥ তাদের পথে নয় গো মালিক দিয়েছো যাদের অভিশাপ […]
এই গান সেই গান
এই গান সেই গান কত গান গাই শান্তি না পাই তোমার নামের গান ধরি যখন এই মনে নুপুরের ধ্বনি গুঞ্জন ভুলে যাই সব ব্যথা সব বেদন ওগো রহমান ॥ চলতে চলতে এই চেনা সীমানায় পরাণ পাখিটি কেঁদে ফেরে হতাশায় তোমার নামের শিখা মনের কোণে অমনি যায় ঘুচে ছন্দ পতন ৷ এ জীবন সে তো এক […]
ঐ পাহাড় আর গাছ গাছালি
ঐ পাহাড় আর গাছ গাছালি নীল ঝর্ণার গান জানি গো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান ৷৷ ঐ আকাশ এই যে বাতাস তোমার নামে তাসবীহ্ আঁকে ও নদী ঐ যে সাগর কলতানে তোমায় ডাকে প্রকৃতির সুরে সুরে তোমারই নাম তোমারই গান ॥ আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে ধরণী ফলে ফুলে সুশোভিত তোমার […]
আল্লাহ আমার প্রভু আমার
আল্লাহ আমার প্রভু আমার এই পাপীরে ক্ষমা করো গো দয়াময় তুমি প্রভু দয়ার আঁধার তুমি প্ৰেমময় ৷। সুখের দিনে ভুলে থাকি দুঃখের দিনে তোমায় ডাকি তোমার কাছে চাইতে আমার নাই কোন সংশয় ॥ কেন প্রভু দিয়েছিলে রাশেদার ঐ শাসন কেন তবে দিলে আবার বঞ্চনা আর শোষণ ৷। সারা জাহান জুড়ে যদি আন্দোলনে নিরবধি প্রয়াস করি […]