শুধু মুসলমানের লাগি
শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান হিন্দু বলো বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান সবাই হেথা শান্তি পাবে পাবে রে সম্মান নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে নিজ কর্ম সব ধর্মের সব মানুষের ইসলাম দিল সেই সম্মান ॥ ভিন ধর্মের কারো উপরে যদি কোন মুসলিম করে অবিচার শেষ বিচারে রাসুল নিজে দাঁড়াবে […]
শহীদ হতে কে রাজি আজ
শহীদ হতে কে রাজি আজ শহীদ এসে যায় ডেকে যায় মিছিল যাবে আরশ মুখে আর দেরি না আয় ছুটে আয় মালেক গেছে মাহফুজ গেছে আলোকিত যে পথ ধরে সে পথ ধরে শহীদ বাকী গেছে জানি রক্ত ঝরে শহীদ আনোয়ার, খায়রুল, মতিন সবাই গেছে এক ঠিকানায় ৷ যুগে যুগে সেই যে মহান প্রভুর গান গাইলো যারা […]
দিন বদলে দিন আসে
দিন বদলে দিন আসে রাত্রি অজানায় সময় নদীর সাম্পানেতে কে চড়ে যায় ৷ সকালের সোনা রোদে জীবনের অবেলায় সময়েরা বয় শুধু খোলা জানালায় পাথরের পাদদেশে ছায়া রয়ে যায় সময় ও নদী মিলে দারুন মোহনায়। ঘর ছিল দোর ছিল ছিল বসতবাটি উঠোনেতে চির সুখ ফসল আঁটি আঁটি সব আলো নিভে গেছে প্রিয় আঙ্গিনায় দিন মানে গেল […]
কর্ণফুলীর বাঁকে
কর্ণফুলীর বাঁকে আমার জীর্ণ শনের ঘর চৌদ্দ পুরুষ চাষার কথায় সাক্ষী জনম ভর সেই চাষারই আশার খেলায় দুঃখ সুখের জীবন ভেলায় ছুটছি দিনান্তর ॥ মরা গাঙের শুকনো চরে উজান পানি খেলা করে মাছরাঙাটির স্বপ্ন দোলায় দুলছে বাসর ঘর ॥ ধল প্রহরের বিজন বেলায় কাটাই জীবন সুখের হেলায় আশার দোলায় লাঙ্গল ঠেলি ভরবে গোলা ঘর ॥
এসো দেয়ালে দেয়ালে
এসো দেয়ালে দেয়ালে এসো পাতায় পাতায় লিখে যাই লিখে যাই সবখানে এই কাফেলা চিরদিন রবে ॥ আমরা কভূ হবো না নিথর হবো না পিছু নেই কোন ডর যতদিন না দেখব মোরা কোরআনের বাণী সবখানে ॥ জীবন মোদের সঁপেছি খোদায় বিপদ বাধা পায়ে দলি তাই রক্ত যতই ঝরে ঝরুক আল্লাহরই রাজ যাবো গড়ে ৷
আমার ভালোবাসার এই গান
আমার ভালোবাসার এই গান কোনো দিন কখনো যদি সুরের আকাশে হয় অম্লান বলবো তবে বলবো আমি সে যে এক মহান শিল্পীর দান ॥ দিকে দিকে আমি যার প্রেমের ছোঁয়া পাই মনের মাধুরী দিয়ে তার গান গেয়ে যাই তার সুর মেখে যেন আমার জীবন ভেলা বেলা শেষে হয় অবসান ৷৷ হাসি গাই চলি ফিরি যা-ই বা […]
আমার মন শুধুই কাঁদে হায়
আমার মন শুধুই কাঁদে হায় উদাসী হই যার লাগি বুকে সেই নাম বাজে হায় ॥ বাঁশির বীণায় শুধু হাহাকার শুনছি আমি দিকে দিকে এ কোন সুরের তানে মলিন হিয়া গুনছে প্রহর তোমার ডাকে সুখের আশায় জীবন আমার ভুলেছে ওগো তোমার দিশা অনেক ভুলের মাঝে আমি অসহায় তাইতো খুঁজি মনের তৃষা ॥
প্রতিদিন সূর্য ফিরে
প্রতিদিন সূর্য ফিরে ফিরে সোনালী জোছনা শুধু ওরা ফিরে না চলে গেছে ওপারে সুন্দর জীবনে ॥ শোষণের নাগপাশ ছিঁড়তে গিয়ে রাসুলের পথ ধরে চলতে গিয়ে হায়নার ছোবলে যে সোনামণি মানিকেরা হারিয়ে গেছে ॥ কৃষাণের মাঠে আসে সোনালী সম্ভার গাছে গাছে ফোটে ফুল আহা কি যে বাহার নদীতে উজান আসে জীবনেও জোয়ার শুধু ওরা আসে না […]
Mumin Mumin
Mumin Mumin lets go ahead To establish the laws of the Lord What’s the matter if life to be lost Heaven is the goal that we do follow. Let the way be reddened with the blood Let the way be full of sorrow We have a little lamp of our hopes Step for the Zannat […]
জাগো জাগো বীর জনতা
জাগো জাগো বীর জনতা গড়ে তোলো জোর একতা খোদাদ্রোহী শক্তিগুলো খড়গ হস্ত আজ যারা ঈমানের বলে বলীয়ান হও হও তারা আজ আগুয়ান দাও রে এবার দাও রে সাড়া তোল দুর্বার জোর আওয়াজ ॥ ঐ যে কোরআন ডাক দিয়ে যায় ওরে মুজাহিদ বিশ্ব মানবতা কাঁদে তবু কেন নিদ। যারা আল্লাহর পথে সৈনিক যারা তওহীদবাদী নির্ভীক জীবন […]