সামাল সামাল সামাল হে
সামাল সামাল সামাল হে সামাল সামাল সামাল সামাল সামাল আসছে ওরে দামাল ছেলের দল বজ্র নিনাদ হুঙ্কারে বাজিয়ে বিজয় ডংকারে রুখতে পারে এমন কে রে যৌবনেরই ঢল ॥ স্বপ্ন যাদের স্বর্ণ যুগের সমাজ রাশেদার মায়ের সোহাগ আদর তারে বাঁধতে পারে আর তাদের বইছে শিরায় হামযা আলীর রক্ত কল কল ॥ বীণায় আর বাজে না নেই […]
ঐ কালো পর্দা তুমি
ঐ কালো পর্দা তুমি টেনে টেনে ছিঁড়ে ফেলো লাল জামাটা উড়িয়ে দাও এই আঁধারে জ্যোৎস্না ছড়াও সাবধানে পা ফেলে এগিয়ে চলো | হেইয়ারে হেইয়ারে হো হো সত্যের সুরমা নয়নে এঁকে পথ চলি দিশাহীন অবিরাম শত ষড়যন্ত্রের অভ্র ভেঙে পেতে চাই শাশ্বত পরিণাম জীবনের মায়াজাল ছিন্ন করি। আপোষের লালসা দীর্ণ করি শোষকের ও প্রাসাদ উপড়ে ফেলো […]
ঘুম ছাড়ো বেখবর
ঘুম ছাড়ো বেখবর নড়ে ওঠো দুর্বার প্রয়োজন সত্যের উত্থান ধ্বনি তোেল কালেমার উদ্যম উচ্ছল রুখে দাও জালিমের অভিযান ॥ নারীদের সম্ভ্রম হয় লুট দাম্ভিক জালিমের কালো জোট খুন হয় প্রতিদিন আমাদের তরতাজা সন্তান ॥ আমাদের রক্তে লাল হয় প্রতিদিন পৃথিবীর পুরো মানচিত্র নাই বুঝি আমাদের মিত্র মনে হয় আমাদের রক্তের দাম নেই ॥ পৃথিবীর প্রভু […]
ফুটেছে দেখো কতশত ফুল
ফুটেছে দেখো কতশত ফুল জান্নাতি সৌরভ বাগিচায় ঐ দেখো মালেকেরা আমাদের ডাকছে সত্য সুন্দর আঙিনায় ॥ পাখিরা গাইছে মিষ্টি কলতানে মুজাহিদ ডাকে হাতছানিতে তৃষিত হৃদয়ের তৃষ্ণাকে মেটাতে কাউসার নিসৃত পানিতে হামযার বাহিনী বারে বারে ডাকছে আয় তোরা সকলে ছুটে আয় ॥ এ বাগান একদিন মুখরিত করবো আমাদের দৃঢ় পদধ্বনিতে লিখেছি এ শপথ বুকেরই পাঁজরে রক্তিম […]
পানজেরী
পান্জেরী পান্জেরী পান্জেরী আমরা উত্তাল সাগরের কাণ্ডারী ॥ শপথের সুকঠিন দাবীকে আগুনের মত রাখি এ বুকে মুসা তারিখের উত্তরসূরী ॥ রাত্রির তীরে তীরে দাঁড়িয়ে প্রভাতের দিকে হাত বাড়িয়ে সুনীল সাহসের সঞ্চারী ॥ সুদূরের এই পথ ছাড়িয়ে প্রলয়ের ভ্রুকুটি মাড়িয়ে বাজিয়ে যাই মোরা জয়ভেরি ৷ (পানজেরী শিল্পীগোষ্ঠীর দলীয় সংগীত)
জাগাও তোমার ঈমান
জাগাও তোমার ঈমান নাও হাতে তুলে কোরআন বুকে বাঁধো হিম্মত ও নবীর উম্মত ধরো সময়ের গান ৷ দিকে দিকে কাঁদে ঐ মজলুম জনতা জেগে ওঠো ঘুমাইয়ো না আর হায়দরি হাঁক ছাড়ো খালিদের পথ ধরো (ওহো) সৈনিক মোরা আল্লাহর ॥ দারা পরিবার যারা আল্লাহতে সঁপে ওগো সংগ্রামে ছিল নির্ভীক আজ তারা কেন লাঞ্চিত কেন যে অবাঞ্চিত […]
কোথাও আজ পালাবার পথ খোলা নেই
কোথাও আজ পালাবার পথ খোলা নেই মৃত্যু এখানে আসলে আসুক আলোকের পথ ধরে চলতে গিয়ে রক্তে সীমানা ভাসলে ভাসুক কোরআনের কথা যদি না যায় বলা রাসুলের পথে যদি না যায় চলা কী হবে রেখে এই ভীরুতার প্রাণ কী হবে গেয়ে এই জীবনের গান জুলুম শোষণ তাই নামলে নামুক গর্জন যত শুনি তাগুতেরই নেই ভয় দিন […]
শতাব্দী আজ ডাকছে তোমায়
শতাব্দী আজ ডাকছে তোমায় আগামী দিনের হে দীপ্ত সেনা শান্তি খোঁজে ঐ মানবতা শান্তি কোথাও হায় পায় না ৷৷ শান্তির শ্বেত পাখি হারিয়ে গেছে হাহাকার চারিদিকে ছেয়েছে ক্ষুধিত মানুষ ঐ পথের পাশে মুখ বুজে চুপে পড়ে রয়েছে দুঃখীর তরে সুখের প্রভাত আনতে কি পথ চলবে না ৷৷ অত্যাচারীর ঐ প্রাসাদ ভেঙ্গে কোরআনের আলো দাও ছড়িয়ে […]
উদ্দাম মোরা দুর্বার
উদ্দাম মোরা দুর্বার যাব বন্যার মত মাড়িয়ে উত্তাল হোক ঊর্মি যৌবন যাবে পেরিয়ে এসো তবে রাখো না হাতে ও হাত হাসবেই সূর্য ঘুচলে প্রলয়েরই রাত ॥ শাশ্বত শপথে হবো যে বলীয়ান আহুত স্বপনে জ্বালো অনির্বাণ মুক্তি পাগল ওই নিপীড়িত জনতা আনবেই আনবে সূর্য বিজয় ৷। কাটাবো কত আর বসে বসে কাল বঞ্চনার এ রাত হবে […]
আমি হারবো না
হারবো না আমি হারবো না কোন দিন মনের কাছে আমি হারবো না জীবনের খেলাতে না না ভুলবো না আমি ভুলবো না ইতিহাস ত্যাগ ও মহিমার আমি ভুলবো না গোধূলীর বেলাতে ॥ কাঁটা ভরা এই ফুলের কানন হাত বাড়াতেই আসে আঘাত প্লাবন আসে রক্ত প্লাবন ফুল যদি চাই তবে সয়ে যাই এই জীবনটাতে না না ফিরবো […]