.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

মা গো তুমি আর কিছু দিন

মা গো তুমি আর কিছুদিন দুঃখ সয়ে থাকো তোমার ছেলের নাম ধরে মা লক্ষ ছেলেরে ডাকো ৷৷ এক ছেলেকে বিদায় দিয়ে অনেক মানিক জুটলো যার জীবন জুড়ে বলো মা গো আর কি থাকে দুঃখ তার মনে রেখে এই কথাটি অশ্রু ফেলো নাকো ৷৷ বুক ভরা যে গর্ব তোমার তুমি শহীদ ছেলের মা তোমার মুখের দেখতে […]

মা

মাগো তুমি ভোর হয়ে যাও ভোর হয়ে যাও ভোর মাগো তুমি দোর হয়ে যাও আমার চোখের দোর একটু তুমি রোদ হয়ে যাও একটু আলোর খেলা আলোর বানে ভাসাও তুমি আমার সারাবেলা একটু হও না শুভ্র স্বপন রাত হলে মা ঘোর৷৷ একটু তুমি চাঁদ হয়ে যাও একটু হিমেল হাওয়া নিত্য মাগো আমার মনে করো আসা যাওয়া […]

মা জননী

জনম জনম ধরে এই পৃথিবীর পরে আমার আপন ঠিকানা মা তুমি আমার মা মা জননী মাগো আমার মা ৷৷ গর্ভধারিনী স্তন্যদায়িনী স্নেহ ব্যাকুল লালনকারীণী তুমি আমার মা গ্রীষ্ম বরষা কিংবা শীতে দুঃখ বিপাকে কাতর নিশীথে সুখে বিসুখে আদরে যতনে দিয়েছিলে ঠাঁই তোমার বুকেতে শৈশবে ছিল সেই তো আমার সুখের বিছানা নাওনি কিছুই দিয়েছো শুধু জীবন […]

ছেলের কথা পড়লে মনে

ছেলের কথা পড়লে মনে কান্না যদি আসে মাগো কান্নার দাগ দিও মুছে তোমার নিঠুর হাতে কান্না যদি আসে ॥ কে বলেছে মৃত ওদের মৃত ওরা নয় অমর ওরা দোজাহানে জেনো নিশ্চয় ন্যায়ের পথে লড়তে গিয়ে জীবন দিয়ে গেছে তাই তো ওদের ঠাঁয় দিয়েছি হৃদয়ে হৃদয়ে শোকর কর শোকের মিছিল শেষ হয়েছে যে ॥ আরশের নিচে […]

যখন আমি ছোট্ট ছিলাম

যখন আমি ছোট্ট ছিলাম মায়ের বুকে ঘুমাতাম কত মধুর স্মৃতি সে যে কত সুখ কত ভালবাসা কত কষ্ট কত দুঃখ সয়ে দশমাস দশদিন পেটে বয়ে সুখ দুঃখ সব একাকার হয় তবুও ছেলের মুখপানে চায় ।। কষ্টকে কষ্ট মনে করেনি জীবনের সব আশা তবু সরেনি ।। ছেলের মুখপানে ‍যখনই চায় বুক জুড়ে স্নেহধারা শুধু বয়ে যায় […]