.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

থুইয়ারে তোর এ ঘর বাড়ি

থুইয়ারে তোর এ ঘরবাড়ি যাইতে হইবো তার কাছে যিনি পাঠাইলেন তোরে এই ধরাতে ॥ দমে দমে শেষ হয় জীবন ভাবার সময় নাই দম ফুরাইলে সাঙ্গ খেলা ভবের দুনিয়ায় পরপারে শূণ্য হাতে কেমনে যাবি ও মন রে ॥ তোর মালিকের কথা ভুলি চললি কোন পথে জীবনটা তোর ষোলআনা মিছে এই পথে ॥ থাকতে সময় নে রে […]

মাটির একখান ঘর বানাইয়া

মাটির একখান ঘর বানাইয়া তার ভেতরে প্রাণটা দিয়া ছাইড়া দিলি এই ভুবনে চলতে আছে জীবন ভর আল্লাহ তুই বড়ই কারিগর ও আল্লাহ আজব কারিগর ॥ সেই ঘরেরই দুইটি নালা বত্রিশ খুঁটি তার ঘরের ভিতর চাইয়া দেখি আজব সে কারবার সে ঘরটারে বাঁইধা দিলি খুঁটির সাথে থরে থর ॥ সেই ঘরেরই প্রাণ পাখিটা নিত্য জ্বালায় আলো […]

ইঞ্জিনটা চইলা গেলে

ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে ডাব্বাটা পইড়া রইবো এই যে দুনিয়ায় মাটির এ দেহটারে মাটিতে বিছাই সঙ্গী সাথী আইবো ফিরা নাইরে নাইরে নাই ॥ সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর আলো কে জ্বালাইবো খবর রাখলা না মাওলা যদি থাকেন রাজি আলো জ্বালাইবো মাঝি নইলে যে দুঃখ কষ্টের সীমা নাইরে নাই হাশরের ময়দানে কি […]

আলোর পাখিরা কই

আলোর পাখিরা কই ডানা মেলে দাও আজ লোকালয়ে অলিতে গলিতে যে আলোয় মানবতা ফিরে পাবে তার দৃষ্টি খুঁজে পাবে আকাঙ্ক্ষিত পথ খুঁজে পাবে তার ঠিকানা ॥ তোমাদের পথ পানে চেয়ে আছে অগণিত চোখ ওই পথ হারা মানুষের মিছিল ওই অসহায় মানুষগুলো নিয়ে বুকে আশার আলো চেয়ে আছে তোমাদের পানে ॥

পৃথিবী জুড়ে আজ কতো অসহায়

পৃথিবী জুড়ে আজ কতো অসহায় মজলুম শোনো ওই কাঁদে শোষণ নিপীড়ন বঞ্চনা যে মানুষের মতবাদে ॥ সুখের আশায় যেথা ছুটে যায় ফিরে আসে হতাশাতে বাঁচার আশা লাঞ্চিত হয় মিথ্যার কষাঘাতে শৃঙ্খল বাঁধনে হাহাকার করে আহত আর্তনাদে ॥ আশ্রয় ভেবে যার কাছে যায় পায় না তো খুঁজে তারে ভিটে-মাটিহীন কাটে দুর্ভোগে যাতনাই শুধু বাড়ে মনের গভীরে […]