.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

ঘুমিয়ে আছো এই মাটিতে

ঘুমিয়ে আছো এই মাটিতে ও দুনিয়ার পরশ পাথর তোমার জন্যে ব্যর্থ এ প্রাণ হয় যে আমার কেবল কাতর। নাম শুনেছি রাসুল তোমার শ্রেষ্ঠ তুমি সব মানুষের তোমার ছোঁয়ায় ফুটলো কুসুম ভাঙলোরে ঘুম এই জগতের মর্তে তুমি আশার দোলক প্রতীক সকল আলো শত শত বছর পরে এলাম দুনিয়ায় স্বার্থ লোভে পাপে সত্যের আলো নিভে যায় আছে […]

আল্লাহ রসুল জপের গুণে

আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখ চেয়ে সদা ঈদের দিনের খুশিতে তোর পরান আছে ছেয়ে আল্লাহর রহমত ঝরে ঘরে বাইরে তোর উপরে আল্লাহ রসুল হয়েছেন তোর জীবন তরীর নেয়ে ॥ দুঃখে সুখে সমান খুশি নাই ভাবনা ভয় তুই দুনিয়াদারি করিস তবু আল্লাতে মন রয় | মরণকে আর ভয় নাই তোর খোদার প্রেমে পরাণ বিভোর […]

লক্ষ চাঁদের আলো নিয়ে

লক্ষ চাঁদের আলো নিয়ে তুমি এলে হে রাসুল লক্ষ ফুলের সুবাস নিয়ে তুমি এলে হে রাসুল ॥ তোমার ছোঁয়ায় উঠলো মেতে রিক্ত ধরা কূল আলম দিকে দিকে পড়লো সাড়া তওহীদেরই খোশ কালাম ফিরে এলো ফের সুখের ফাগুন তোমায় পেয়ে ধরা ব্যাকুল ॥ তুমি বিনা চির সুখের জান্নাতেরই পথটি ভুল তোমার পথে চলতে মোরা যাচি দোয়া […]

তুমি শেষ আদর্শ অনন্য

দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য তুমি অন্ধকারে আলোর দিশা পথ দেখাও অনন্য ॥ এতদিন তো বুঝিনি হায় তোমায় আমি নষ্ট পথে ছিলেম মগন দিবস যামী সেদিন হতে বুঝতে পেরে ব্যাকুল তোমার জন্য ৷। তোমার কথা তোমার ও পথ আলোয় ভরা তুমি ছাড়া সকল পথই আঁধার ঘেরা তোমার পথে চলেই জীবন হয় যেন গো ধন্য ৷৷

ওগো নূর নবী হযরত

ওগো নূর নবী হযরত আমরা তোমারই উম্মত ৷। তুমি দয়াল নবী তুমি নূরের রবি তুমি বাসলে ভালো জগত জনে দেখিয়ে দিলে পথ।। আমরা তোমার পথে চলি আমরা তোমার কথা বলি তোমার এ আলোয় পাই যে খুঁজে ঈমান ও ইজ্জত ৷৷ সারা জাহানবাসী তোমায় ভালোবাসি তোমায় ভালোবেসে এ মনে পাই মোরা হিম