.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

ওরে কে বলে আরবে নদী নাই

ওরে কে বলে আরবে নদী নাই যথা রহমতের ঢল বহে অবিরল দেখি প্রেম দরিয়ার পানি, যেদিকে চাই ॥ যাঁর কাবা ঘরের পাশে আব-এ-জমজম যথা আল্লাহ নামের বাদল ঝরে হরদম যার জোয়ার এসে দুনিয়ার দেশে দেশে পূণ্যের গুলিস্তান রচিল দেখিতে পাই ॥ যার ফোরাতের পানি আজো ধরার পরে নিখিল নর-নারীর চোখে ঝরে ওরে শুকায় না যে […]

নূরের দরিয়ায় সিনান করিয়া

নূরের দরিয়ায় সিনান করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে ফাগুন পূর্ণিমা নিশীথে যেমন আসমানের কোলে রাঙা চাঁদ দোলে॥ কে এলো কে এলো গাহে কোয়েলিয়া পাপিয়া বুলবুলি উঠিল মাতিয়া গ্রহ তারা ঝুঁকে করিছে কুর্নিশ হুরপরী হেসে পড়িছে ঢলে ॥ জান্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে ফেরেশতা আম্বিয়া এসেছে ধেয়ে তাহ্‌রীমা বেঁধে ঘোরে দুরুদ গেয়ে দুনিয়া টলমল, খোদার […]

মোহাম্মদ মোর নয়নমনি

মোহাম্মদ মোর নয়নমনি মোহাম্মদ নাম জপমালা ঐ নামে মিটাই পিয়াসা ও নাম কাওসারের পিয়ালা ॥ মোহাম্মদ নাম শিরে ধরি মোহাম্মদ নাম গলায় পরি ঐ নামেরই রওশনীতে আঁধারে মন রয় উজালা ॥ আমার হৃদয় মদিনাতে শুনি ও নাম দিনে রাতে ও নাম আমার তাসবিহ হাতে মন মরুতে গুলে লা লা ॥ মোহাম্মদ মোর অশ্রু চোখের ব্যথার […]