অন্তরে মোর
অন্তরে মোর দাও সে নূরের আলো যে আলোতে পাবো তোমায় ঘুচবে মনের কালো।। যে আলোতে হয়ে সহায় জ্বালে আলো হেরার গুহায় যে আলোতে মে’রাজেতে প্রেম সুধা ঢালো ॥ ইব্রাহিমের হৃদয় জুড়ে পূণ্য ছিল তোমার নূরে যে নূরে তার অনলকুণ্ড স্বর্গ সম হলো।। মুসা নবী পাহাড় তূ’রে তোমায় দেখার নেশা ঘোরে পাহাড় জ্বলে আঁখি কাজলে নয়ন […]
রব্বুল আলামীন
রব্বুল আলামীন তুমি আমার মন প্রাণ তুমি সবার সম্মান ৷৷ জীবনে আমি করেছি কত অপরাধ মুছে দাও আমার সবটুকু অপবাদ ॥ গোপনে আমি কেঁদেছি শুধু নিশিদিন নিরবে আমায় সাথী কর প্রতিদিন ॥
কভু নিরাশ হয়োনা
বাঁধা পড়ে আছি রে .. মিছে দুনিয়ার মায়া ফাঁন্দে .. ও দয়াল আল্লাহরে ,তুমি মাফ করো রে … এই গুনাহগার আজ কান্দে….. আমি যখনই তোমার দিকে মুখটি ফিরাই মনে হয় এই দুনিয়াদারী ফাঁকি ছাড়া কিছু নয়, ।। আবার ক্ষণেক ও পরে , কোন লালসার ঘোরে , ডুবে যাই পাপ মন্দে ……. আমার ধরতে সোনার হরিণ […]
কভু নিরাশ হয়োনা
বাঁধা পড়ে আছি রে .. মিছে দুনিয়ার মায়া ফাঁন্দে .. ও দয়াল আল্লাহরে ,তুমি মাফ করো রে … এই গুনাহগার আজ কান্দে….. আমি যখনই তোমার দিকে মুখটি ফিরাই মনে হয় এই দুনিয়াদারী ফাঁকি ছাড়া কিছু নয়, ।। আবার ক্ষণেক ও পরে , কোন লালসার ঘোরে , ডুবে যাই পাপ মন্দে ……. আমার ধরতে সোনার হরিণ […]