.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

শোন মুমিন শোন

শোন মুমিন শোন নিয়ে নাজাতের ফরমান বছর ঘুরে এলো আবার মাহে রমজান ।। রমজান এলো সুযোগ নিয়ে পাপের প্রাসাদ ভাঙ্গতে জীবনটাকে দ্বীনের আলোয় প্রভুর রঙে রাঙতে সুযোগ দিলো আরো, হতে খাঁটি মুসলমান বছর ঘুরে এলো আবার মাহে রমজান।। কত বড় হতভাগা রমজান পেয়েও যারা সঠিক দ্বীনি মেজাজ নিয়ে দেয়নি মোটে সাড়া ৷৷ এই সুযোগে যদি […]

একটি রজনী এমন রজনী

একটি রজনী এমন রজনী হাজার মাসের সেরা কাঁদিয়া পোহায় বিনিদ্ৰ দেখো আল্লাহর আশিকেরা ॥ কোরআন নাযিল হয়েছিল সেই রাতে আঁধার পৃথিবী উঠেছিল হেসে জ্ঞান আলোকের প্রাতে সিজদায় লোটে আকাশ পাহাড় বৃক্ষ পাখি ও ফুলেরা ॥ মহিমান্বিত মোবারক রাত বুঝে নাও বুঝে নাও নাজাতের এই শেষ দশ দিনে বিজোড় রাত্রি চিনে নাও ৷ হৃদয় খুলে হে […]