.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

ভাটির দেশে জন্ম আমার

ভাটির দেশে জন্ম আমার জন্ম নদীর দেশে দুঃখের মাঝে দিন কেটেছে তাকেই ভালোবেসে ॥ পাহাড় নদী ধানের ক্ষেতের এমন মোহন ছবি পূবের আকাশ সাজিয়ে তোলে শিশির ধোয়া রবি পাখির গানে ফুলের ঘ্রাণে শ্যাম বনানী আমায় টানে সবুজ গায়ের সরল কৃষাণ দু’হাত বাড়ায় এসে ৷ প্রতিদিনের ভোরের আজান জ্বালায় প্রাণে দীপ্ত শিখা লক্ষ তিতুমীরের কথা রক্তে […]