.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

অন্তরে অন্তরে
গীতিকারঃ চৌধুরী আবদুল হালিম
সুরকারঃ চৌধুরী আবদুল হালিম

অন্তরে অন্তরে তোমার বীণার সুরে
ভরে ওঠে হাহাকার প্রান্তর ॥
তোমারই ছায়া মায়া অঝোর ধারায় ঝরে
আমি কেন বসে থাকি নিরাশারই পর।

নীড় হারা পাখিরাও একদিন
নীড় ফিরে পায় প্রভু হয় না বিলীন
আমি এক নীড় হারা পাবো না কেন গো সাড়া
বুকের ভিতর সেই আশারই বেঁধেছিনু ঘর ॥

সন্তান করে দোষ অনিঃশেষ
তবুও মায়ের স্নেহ হয় কি গো শেষ
মায়ের চেয়ে তব মায়া শত কোটি বেশি জানি
সেই আশারই আলো মায়ায় ভরে এ অন্তর