.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

আমরা ছিলাম আমরা আছি
গীতিকারঃ চৌধুরী আব্দুল হালিম
সুরকারঃ চৌধুরী আব্দুল হালিম

আমরা ছিলাম আমরা আছি
আমরা তো থাকবো
মুছে যাবো না
যতদিন রবে ঐ নদী বহমান
রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা।।

অস্ত্র আঘাতে রোখা যাবে না
ভয়ভীতি সন্ত্রাস মানি না
সত্যের পথে মোরা দুর্জয়
মোরা নির্ভীক
বাতিলের উৎখাতে তাই আমরা বজ্র কঠোর
ভাঙবো ভাঙবো তাগুতি ঠিকানা।।

শাহাদাতের অভিলাষ বুকেতে
অনিবার অবিরাম জিহাদে
রক্তে লালিমা হয় রাজপথ
ঐ রাজপথ
তবুও সামনে চলা ভেঙ্গে কুফরী বাধা
গড়বো গড়বোই আল্লাহর রাজ।।