.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

আমাকে মানুষ কেন বানালে
গীতিকারঃ চৌধুরী গোলাম মাওলা
সুরকারঃ মুহাম্মদ জামালুদ্দীন

আমাকে মানুষ কেন বানালে তুমি
এত বোঝা বইতে আর পারি না আমি।।

মানুষ না বানায়ে প্রভু কেন তুমি
বানালে না মোরে দুর্বা সবুজ
কুয়াশার জলে ভিজে সোনালী সতেজ ভোরে
থাকতাম চিরকাল অপাপ অবুঝ
কেন তুমি দিলে জ্ঞান প্রজ্ঞা অধি
বিবেকের জালে কেন বাঁধলে তুমি ॥

হতাম যদি ওই মাছরাঙ্গাটি
কিংবা হতাম যদি রূপালী পুঁটি
জারুল মটর কিবা দেবদারুটি
দীঘির নীরব জলে শাপলা কলি
থাকতো না তবে আর পাপের ভীতি ॥

ফোরাতের কূলে কভু
মরে যদি যায় কোন ক্ষুধিত কুকুর
ওমরের প্রাণ কাঁদে
শেষ বিচারের ভয়ে
হে প্রভু করো ক্ষমা অধম এ পাপী ॥