আমাদের দু’চোখে গোধূলীর তৃষ্ণা
শপথের অগ্নি হৃদয়ে
পথে পথে আজ শ্লোগানের বন্যা
ছুটে চলে নিশ্চিত বিজয়ে ॥
ক্লান্তির সীমানা ডিঙিয়ে
উঠেছে যে নতুন এক সূর্য
শংকায় কাঁপে বুক বাতিলের
এতো বটে ধ্বংসের তূর্য
রক্ত আখরে লেখা এ প্রাচীর
কখনো সে যাবে না ক্ষয়ে ৷
ভ্রান্তির অমানিশা পেরিয়ে
পেয়েছি যে আলোকের চিহ্ন
প্রোজ্জ্বল দিগন্ত ছাড়িয়ে
আঁধারের জাল করে ছিন্ন
সত্যের নিশানী উড়বে এ জমিনে
হামজার বেদনা সয়ে ॥