.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

আমাদের প্রত্যয় একটাই
গীতিকারঃ মীযানুল করীম
সুরকারঃ চৌধুরী আব্দুল হালিম

আমাদের প্রত্যয় একটাই
আল্লাহর পথে মোরা চলবো
নিকষ কালিমা ভরা আকাশে
ধ্রুব জ্যোতি তারা হয়ে জ্বলবো

বিলিয়ে পাঁজরের রক্ত
উর্বর করবো এ দুনিয়া
মুক্তির বান ডেকে যাবে ফের
আমরা শত্রুর খুনিয়া।

আমাদের ঝরে গেছে রক্ত
ঝরুক না যত লাগে ঢালবো
তবু এই আঁধারে আঁধারের গহীনে
শান্তির দীপ জোরে জ্বালবো।

লড়াকুর যত খুন ঝরবে
সব খুন মিশবে এ মাটিতে
পরিণত করে দেবো দেশটা
আমাদের মজবুত ঘাঁটিতে।

আমাদের রুখবে কে কণ্ঠ
প্রাণ দিয়ে সত্যকে বলবো
বেঁধে জোট প্রাণপণ শক্তিতে
মুক্তির শত্রুকে দলবো।

ঈমানের শপথ এ যে দীপ্ত
আমরা না কোনদিন টলবো
বাতিলের কারাগারে
কারাগারে মজলুম
আমরাই তার দ্বার খুলবো।

শাশ্বত বিপ্লব ঘটবেই
চেতনার সংগ্রামী রেশটায়
তৌহিদী পতাকা উড়বেই
পৃথিবীর প্রান্তরে শেষটায়।।