আমার দেশের বৃষ্টি ভেজা তাল
হিজল তমাল অশ্বত্থ গাছের ছায়ে
আহা লুকিয়ে আছে স্মৃতির শিশুকাল
ওই না দূরের শান্ত সলাজ গাঁয়ে ॥
পাখি ডাকা স্বপ্ন আঁকা হিমেল হাওয়ার ভোর
নিতো ডেকে যেই খুলিতাম চুপিসারে দোর
আহা রাখালিয়ার বাঁশির কারুকাজ
আনতো বয়ে ওই দখিনা বায়ে ॥
গাঁয়ের নদীর জলের তলে কত ছিল সুখ
ডুবে ডুবে তারই জলে হতো যে অসুখ
কিংবা নিদাঘ দুপুরে ঘুড়ির নাটাই
কেড়ে নিতো ঘুম গভীর সে কোন নেশায়
খেলায় বিভোর বিকেলে যখন সাঁই বাড়ির অঙ্গনে
আসতো সাঁঝের বার্তা নিয়ে মধুর আজান কানে
আকাশে তখন ঝুলছে বাঁকা চাঁদ
কোন মাঝি যায় নীল বাদাম উড়ায়ে ॥