.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

আমার ভালোবাসার এই গান
গীতিকারঃ ইকবাল চৌধুরী
সুরকারঃ ইকবাল চৌধুরী

আমার ভালোবাসার এই গান
কোনো দিন কখনো যদি
সুরের আকাশে হয় অম্লান
বলবো তবে বলবো আমি
সে যে এক মহান শিল্পীর দান ॥

দিকে দিকে আমি যার প্রেমের ছোঁয়া পাই
মনের মাধুরী দিয়ে তার গান গেয়ে যাই
তার সুর মেখে যেন আমার জীবন ভেলা
বেলা শেষে হয় অবসান ৷৷

হাসি গাই চলি ফিরি যা-ই বা করি
মনের কাবায় তাঁর মহল গড়ি
অনন্ত অসীমে তাঁর প্রেম একদিন
স্বপ্ন আঁকা অফুরান ৷৷